বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, তৃণমূল দলের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলরদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। কোথাও বেআইনিভাবে জমি বিক্রি করে দেওয়া হোক তো আবার কোথাও মানুষের টাকা আত্মসাৎ করার মতো একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে আর এবার মুর্শিদাবাদের এক তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যাঙ্কের পাস বই সহ এটিএম এবং চেক বই আটকে রাখার অভিযোগ উঠল।
মুর্শিদাবাদের ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতির বাড়ির সামনে এদিন জড়ো হয়ে আন্দোলন দেখাতে থাকে এলাকাবাসীরা। ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস দলের সভাপতি মেহবুব আলমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বলে রাখা ভালো, সম্প্রতি পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেস দলের হয়ে লড়াই করেছিলেন মেহবুব। তবে শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। বর্তমানে এই নেতার বিরুদ্ধে আবাস যোজনার ঘরের জন্য এলাকাবাসীদের খোলা ব্যাঙ্ক একাউন্টের পাস বই, চেক বই এবং এটিএম কার্ড আটক রাখার অভিযোগ তুলেছে বেশ কিছু মানুষ। তাদের অভিযোগের নিশানায় রয়েছে প্রাক্তন কাউন্সিলর ফরিদা রহমানও।
প্রসঙ্গত, এই এলাকায় অতীতে কাউন্সিলর ছিলেন ফরিদা রহমান। তবে এলাকাবাসীদের মতে, ফরিদা রহমান কাউন্সিলর থাকলেও সেই সময় থেকেই এলাকার দায়িত্ব নিজের হাতে তুলে নেয় তাঁর ছেলে মেহেবুব।
স্থানীয়দের অভিযোগ, এর আগে একাধিকবার ব্যাঙ্ক একাউন্টের পাস বই ফেরত চাইলেও তাতে কর্ণপাত করেনি তৃণমূল নেতা আর সেই কারণেই এদিন তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে তারা। যদিও বর্তমানে এলাকাবাসীদের সকল অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতা। তবে এই ঘটনায় শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি সিপিএম ও বিজেপির মতো রাজ্যের বিরোধী দলগুলি।