রাতভর তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব! শীতলকুচিতে BJP-র পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের শুরুতেই সংবাদ শিরোনামে ফের কোচবিহার। শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন (Loksabha Vote)। আজ প্রথম দফায় বাংলায় ৩ কেন্দ্রে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট। এরই মাঝে কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi) বিজেপির পোলিং এজেন্টকে (BJP polling agent) অপহরণের অভিযোগ। কাঠগড়ায় শাসকদল।

শীতলকুচিতে শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের ২২১ নং বুথের পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অভিযোগ ভোট শুরুর আগের রাতে গোটা এলাকায় তাণ্ডব চালিয়েছে বাইকে বাহিনী।

বাড়ি ভাঙচুর, বোমাবাজি থেকে সামনে এসেছে বিজেপির বুথ সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার মতো চিত্র। আর এবার আরও একধাপ এগিয়ে বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগে তোলপাড় কোচবিহার। এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি। যদিও সেই অভিযোগ প্রমাণিত হয়নি।

এই মাত্র জানা যাচ্ছে, কোচবিহারের দক্ষিণ বিধানসভা এলাকায় উত্তেজনা। সেখানের চান্দামারিতে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে বিজেপির বুথ সভাপতি। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওদিকে আজ সকালেও কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে উত্তেজনা দেখা যায়। পরে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানিয়ে তার হস্তক্ষেপে পরিস্থিতি সামালে আসে। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে গণ্ডগোলের খবর সামনে আসছে কোচবিহার থেকে।

tmc and bjp flags

আরও পড়ুন: সব রুটে চলতে পারবে না সব বাস, বাতিল হবে লাইসেন্স! এবার বিরাট নির্দেশ হাইকোর্টের

আগেই কোচবিহারকে স্পষ্টকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আজ কোচবিহারে ভোটের জন্য সবথেকে বেশি ১১২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর পাশাপাশি ৪,৫২০ জন রাজ্য পুলিশও রাখা হয়েছে। পাশাপাশি কোচবিহারে ৪৭টি, আলিপুরদুয়ারে ২৩টি, জলপাইগুড়িতে ১৩টি, শিলিগুড়িতে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। রাজ্য পুলিশের মোট ১২,৩১০ জন কর্মীও নিযুক্ত রয়েছে। গোটা ঘটনার ওপর নজরদারি চালাচ্ছে কমিশন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর