৫ লাখ না মেলায় মারধর, ভাঙচুর রেস্টুরেন্ট! TMC নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ খড়দহে

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি মামলা, গোষ্ঠীদ্বন্দ্ব আর এবার তোলাবাজির অভিযোগ এবং তোলা না দেওয়ায় রেস্টুরেন্ট ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে। খড়দহ (Khardaha) এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

ঘটনার কেন্দ্রস্থল খড়দহ স্টেশন রোড এলাকা। খড়দহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকন্ঠ বণিকের বিরুদ্ধে বর্তমানে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন লক্ষ্মী সিং নামে এক মহিলা। স্থানীয় সূত্রে খবর, এলাকায় লক্ষ্মী সিং এবং তাঁর ছেলে দ্বীপজয় সিং মিলে রেস্টুরেন্টের ব্যবসা করতো। এক্ষেত্রে বর্ষাকালে বৃষ্টির জল যাতে দোকানে প্রবেশ না করে, সেই জন্য প্লাস্টিক শেডের একটি আচ্ছাদন দিয়েছিলেন তারা।

অভিযোগ, উক্ত আচ্ছাদনটির কিছুটা অংশ দোকানের বাইরে রাস্তার ওপর চলে আসে আর সেই সূত্রে সেটিকে বেআইনি নির্মাণ জানিয়ে ৫ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল নেতা সুকন্ঠ বণিক। লক্ষ্মী সিং জানান, “এলাকায় অনেক দোকানেই প্লাস্টিকের আচ্ছাদন রয়েছে। তবে আমাদের দোকানে বেআইনিভাবে শেড দেওয়া হয়েছে জানিয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল সভাপতি। তবে এই বিপুল পরিমাণ টাকা না দেওয়ায় বাঁধে বিপত্তি।”

তিনি আরো জানান, “সুকন্ঠ বণিকের কয়েকজন লোক এসে দোকানের শেড ভেঙে দেয়। এমনকি, আমাদের কর্মচারীদের মারধর এবং গালিগালাজ পর্যন্ত করে।”

Untitled design 2022 08 27T172746.021

এ ঘটনাটি সামনে আসতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি। যদিও এক্ষেত্রে সকল অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সভাপতি। তিনি বলেন, “যদি কেউ বেআইনি কাজ করে, তাহলে মেনে নেব না। বেআইনি কাজকর্ম করার প্রতিবাদ করেছিলাম, সেই জন্যই অপবাদ দেওয়া হচ্ছে। ৫ লক্ষ দূরের কথা, ৫০ কোটি টাকাও যদি দেয়, তাহলেও সুকন্ঠ বণিককে কেনা যাবে না।” পরবর্তীতে তিনি জানান, “খড়দহ পুরসভার পক্ষ থেকে দোকানের বেআইনি নির্মাণটি ভেঙে দেওয়া হয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর