টাকা না দেওয়ায় ফল বিক্রেতাকে মারধর! কলকাতায় তোলাবাজির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, দলের শীর্ষ নেতৃত্ব থেকে একাধিকবার তোলাবাজি বন্ধ করা প্রসঙ্গে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ‘শহীদ দিবস’ উপলক্ষ্যে চাঁদার নেওয়ার ব্যাপারে প্রকাশ্যে মানা করেন। শাসকদলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি উঠে আসার কারণে তাদের এই পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে এর পরেও বাংলার বিভিন্ন প্রান্তে নেতা-কর্মী থেকে শুরু করে কাউন্সিলরদের বিরুদ্ধে তোলাবাজি করার অভিযোগ ক্রমশ সামনে এসে চলেছে আর এবার এহেন অভিযোগ এলো খাস কলকাতার (Kolkata) বুক থেকে।

গতকাল কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচিন সিং এবং তাঁর অনুরাগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক ফল বিক্রেতা। যদিও এসকল অভিযোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, গতকাল রাতে এলাকার এক ফল বিক্রেতা দীপঙ্কর রাউথের কাছ থেকে তোলা হিসেবে এক হাজার টাকা চেয়ে বসে এক ব্যক্তি। এলাকার তৃণমূল কাউন্সিলরের অনুগামী হিসেবেও নিজেকে পরিচয় দেন রাহুল যাদব নামে সেই যুবক। শুধু তাই নয়, তোলা দিতে না চাওয়ায় পরবর্তীকালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীপঙ্কর রাউথকে এবং কিছুটা সুস্থ হলেই এন্টালি থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ওই ব্যক্তি। গতকালের এই ঘটনার স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। যেভাবে শাসক দল তোলাবাজির বিরুদ্ধে একের পর এক কঠোর নির্দেশ দিয়ে চলেছে, তার পরেও কিভাবে এহেন ঘটনা ঘটে চলেছে শহরে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। তবে এই প্রসঙ্গে কাউন্সিলর শচিন সিং সকল অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমি এই প্রসঙ্গে কিছু জানি না। এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। তবে এইগুলি মিথ্যে। যদি কোন রকম অভিযোগ থেকে থাকে, তবে রাহুল যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। সত্য সামনে আসবে।”

Sayan Das

সম্পর্কিত খবর