তৃণমূল নেতার তোলাবাজিতে অতিষ্ঠ, ব্যবসা গুটিয়ে রাজ্য ছেড়ে চলে যেতে চান প্রবাসী ব্যবসায়ী

বাংলাহান্ট ডেস্ক : আবারও তোলাবাজির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। তৃণমূল নেতার তোলাবাজির জেরে রাজ্য থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যেতে চান প্রবাসী ব্যবসায়ী। ঘাসফুল শিবিরের এক নেতার বিরুদ্ধে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন প্রবাসী ব্যবসায়ী রূপেশ সিং। অভিযুক্ত তৃণমূল নেতার নাম ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়।

ব্যবসায়ীর অভিযোগ, তৃণমূল নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তার কাছে টাকা দাবি করছেন। টাকা দিতে না পারায় বারবার কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। এমনকি মাঝে মাঝে লোক পাঠিয়েও ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় ওরফে কানুর বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের কাছে বিষয়টি নিয়ে ব্যবসায়ী অভিযোগ করেছেন। হাওড়া পুলিশ কমিশনার প্রবিন ত্রিপাঠীর কাছেও তৃণমূল কংগ্রেস সাংসদ অপরুপা পোদ্দারকে সঙ্গে নিয়ে গত শনিবার অভিযোগ জানান ওই প্রবাসী ব্যবসায়ী।

প্রবাসী ব্যবসায়ী রাকেশ সিং জানিয়েছেন, “বালি বিধানসভায় আমি কিছু কাজ শুরু করেছিলাম। ৬৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়ে গেছে। ভবিষ্যতে আরো করবো। এখানে স্কুল, হাসপাতাল ও আবাসন তৈরি হবে। অনেক কর্মসংস্থানেরও সুযোগ আসবে এতে।” কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরার পাশাপাশি রাকেশ সিং জানান, তৃণমূল নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় বারবার তার কাছে টাকা চাইছেন। অতীতেও বহুবার টাকার দাবি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার বক্তব্য, “বিষয়টি আমি মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে জানিয়েছি । এর কোন সমাধান না হলে আমি কাজ ছেড়ে চলে যাব।”

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন ব্যবসায়ী রূপেশ সিং বালিতে দেড়শো কাটা জমি কেনেন। সেখানে ব্যবসায়ী একটি মন্দির ভেঙে দিতে চাইলে সেই কাজে ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় বাধা দেন। তখনই তার বিরুদ্ধে এইসব অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও বহুবার তৃণমূল নেতাদের দাদাগিরির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসেরই শ্রমিক সংগঠনের গ্যাস চালিত অটো চালকেরা। তাদের অভিযোগ রুট পারমিশন পেয়ে গেলেও রাস্তায় অটো নামাতে পারছেন না। একাধিকবার প্রশাসনের শরণাপন্ন হলেও কোন সমাধান হয়নি বলেই অভিযোগ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর