অবৈধ নির্মাণের চাঙড় খসে পড়ল এক ব্যক্তির ছাতার উপর, হাওড়ার ভয়ঙ্কর কাণ্ড! হুলুস্থূল

বাংলা হান্ট ডেস্কঃ ফের অবৈধ নির্মাণের (Illegal Constructions) রমরমা। বিগত কিছু সময়ে বহুবার অবৈধ নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে একের পর এক বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। তবে ফের একবার বহুতলের বেআইনি অংশ পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ হাওড়ায় (Howrah)।

হাওড়ার সদর বক্সি লেনে চলছে বহুতলের বেআইনি অংশ পুনর্নির্মাণের কাজ। এমনই অভিযোগ সামনে এসেছে। নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ বন্ধ করে দিয়েছিল পুরসভা। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ফের চলছে বহুতল নির্মাণের কাজ। পুরসভা তরফে ভেঙে দেওয়া অংশ ফের গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ।

ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই অবৈধ ছ’তলা নির্মাণের প্রতিবাদে পুরসভার বিল্ডিং দফতরে গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে একাধিকবার। তবে কিছুতেই সুরাহা হয়নি। বেআইনি নির্মাণ বন্ধ করা যায়নি। উল্টে প্রতিবাদ করতে গেলেই তাদের হুমকি দিচ্ছেন প্রোমোটাররা। তাই কোনো উপায় না পেয়ে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা।

বাসিন্দাদের অভিযোগ প্রথম থেকেই এই পুরসভার কাছে বাড়িটি নিয়ে অভিযোগ জানানো হচ্ছিল। গত দু’বছর ধরে এই বেআইনি নির্মাণ চলছে। বহু অভিযোগের পর ২০২৩ এর জুলাই মাসে পুরসভা ওই অবৈধ বাড়িটির একটি অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি নির্মাণের কাজ বন্ধ রাখার নোটিস দেয়। তবে তারপরও নাকি চুপিসারে নির্মাণের কাজ চলছিল। আর লোকসভা ভোট শুরু হতে জোর কদমে তা চলতে শুরু হয়।

howrah 2

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা! আরও বিপদ বাড়বে SSC-র ২৬০০০ শিক্ষকের? চিন্তায় সকলে

এরই মাঝে গত বৃহস্পতিবার বৃষ্টির সময়ে ওই অবৈধ বাড়িটির উপর থেকে একটি চাঙড় খসে পড়ে নীচ দিয়ে যাওয়া এক বাসিন্দার মাথার ওপর। তবে তিনি ছাতা নিয়ে থাকায় অল্পের জন্য আঘাত থেকে বাঁচেন। এরপরই এলাকার বাসিন্দারা জোর বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাওড়া পুরসভায়ও অভিযোগ জানানো হয়। ভোট মিটলেই ওই নির্মাণের বেআইনি অংশ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে পুরসভা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর