বাংলা হান্ট ডেস্কঃ গত দুবছর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি থেকে শুরু করে আরও কত কী! এরই মধ্যে এবার নদী বাঁধের সরকারি জায়গা বিক্রির অভিযোগ (Allegation Of Selling Government land)। আর এতেই নাকি নাম জড়ানো হচ্ছে ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) কংসাবতী নদীবাঁধের সরকারি জায়গা বিক্রি করে দেওয়া হচ্ছে শাসকদলের বিধায়ক হুমায়ুন কবিরের নাম ব্যবহার করে। কিছু মানুষ বিধায়কের নাম নিয়ে এই দুর্নীতি চালাচ্ছে। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, কিছু লোক নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার জন্যই বিধায়কের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছেন।
ওই পঞ্চায়েত সদস্যের আরও দাবি, যিনি অভিযোগ তুলেছেন, তিনিও আগে তৃণমূল করতেন। পরে ক্ষোভে দল ছাড়েন। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘কংসাবতীর জমি আমি কোথায় বিক্রি করতে যাব? ওখানে তো আমাদের নিজেদেরই জমি আছে। সেটাই এমনি পড়ে আছে বহুদিন। চাষ করতে পারি না।’
আরও পড়ুন: ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে…’, কাটমানির পর এবার দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন হিরণ
তিনি আরও বলেন,’আমার কোনও দাদা নেই। আমিই দাদা। আমার ভাই আছেন, তিনি এর সঙ্গে সম্পর্কিতই নন। ব্যারাকপুরে থাকেন। ওখানের সাথে তার কোনও যোগাযোগ নেই। ওখানে ব্যবসা আছে, সেখানেই থাকেন। আমারও দেশের বাড়িতে খুব একটা যাওয়া হয়না।’