জুবেরের বিরুদ্ধে নতুন ধারা আরোপ দিল্লি পুলিশের, বিদেশ থেকে টাকা সংগ্রহেরও অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ সাংবাদিক মহম্মদ জুবেরের অস্বস্তি যেন কোনোমতেই কাটতে চাইছে না! একের পর এক নতুন অভিযোগ উঠে আসার দরুণ ক্রমশই দেওয়ালে পিঠ থেকে চলেছে তার আর এবার দিল্লি পুলিশের পক্ষ থেকে 201, 120B, 35 FCRA ধারায় অভিযোগ দায়ের করা হল ধৃত সাংবাদিকের বিরুদ্ধে। নয়া অভিযোগের মধ্যে প্রমাণ লোপাট করার পাশাপাশি বিভিন্ন অপরামূলক ষড়যন্ত্রে সামিল থাকার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, মহম্মদ জুবেরের বিরুদ্ধে বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে।

অভিযোগ, অতীতে Foreign Contribution Regulation act-এর 35 নম্বর ধারা লঙ্ঘন করে ধৃত সাংবাদিক। উল্লেখ্য, চার বছর পূর্বে এক বিতর্কিত টুইট প্রসঙ্গে সম্প্রতি অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এক্ষেত্রে তার সেই মন্তব্য মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়। এক্ষেত্রে গত সোমবার আদালতের পক্ষ থেকে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তীকালে সেই সময়সীমা আরো চার দিনের জন্য বৃদ্ধি করে আদালত।

আদালত সূত্রের খবর, হেফাজতের সময়সীমা শেষ হওয়ার পর আজ আদালতে জামিন পাওয়ার জন্য আবেদন করে জুবের। অপরদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে তাকে 14 দিনের জেল হেফাজত দেওয়ার আবেদন করা হয়। উল্লেখ্য, গতকাল গ্রেফতারির বিরুদ্ধে আদালতে আবেদনও জানান জুবের। যদিও সেই মামলার শুনানি বর্তমানে হবে না বলে জানিয়ে দিয়েছে আদালত।

jpg 20220702 131042 0000

ইতিমধ্যে এই গ্রেফতারি প্রসঙ্গে রাজনীতির রং লেগেছে গোটা দেশজুড়ে। প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য জনসমক্ষে আনার ফলেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বহু রাজনীতিবিদ। এই প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী এবং অন্যান্য একাধিক নেতা নেত্রীরা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর