রাতের অন্ধকারে ব্যালট বক্স বদল করছেন BDO! অভিযোগ পেয়েই যা করল কংগ্রেস কর্মীরা…

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) নিয়ে হাজারো কাণ্ড। শনিবার ছিল গণতন্ত্রের উৎসব। আর সেই উৎসবে কোথাও দেখা গেল ছাপ্পা, দেদার লুঠ তো কোথাও বইলো রক্তগঙ্গা। ভোটের দিন তো বটেই, পাশাপাশি ভোটের পরেও বদলায়নি চিত্রটা। এরই মাঝে মুর্শিদাবাদে (Murshidabad) রাতের অন্ধকারে বদলে গেল ‘ব্যালট বক্স’। ঘটনা জানাজানি হতেই সেকি কাণ্ড!

জানা গিয়েছে, রবিবার রাতের অন্ধকারে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায়। সেখানে খালি ব্যালট বক্স একটি ছোট গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তখনই কংগ্রেস কর্মীরা (Congress) খবর পেয়ে তাকে আটকে দেয়। আর এই গোটা ঘটনায় অভিযোগের তীর লালগোলার বিডিওর (BDO) দিকে।

সূত্রের খবর, লালগোলা এম.এন.এক্যাডেমি স্কুলে কিছু ব‍্যবহার না হওয়া ব্যালট বাক্স ভোটের পরও সেখানে রাখা ছিল। অভিযোগ লালগোলার বিডিও কারও সঙ্গে কোনও আলোচনা না করে ওই ব্যালট বাক্স নিজের অফিসে নিয়ে যাচ্ছিল। খবর পেয়েই রাস্তায় এই গাড়ি দেখার সঙ্গে সঙ্গে কংগ্রেস-সিপিআইএম কর্মীরা মিলে গাড়িটিকে আটকে দেয়।

এরপরেই বিডিওকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। কংগ্রেসের অভিযোগ সেখানে বেশ কিছু ব্যালট বাক্সতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরও করা ছিল। এইভাবে রাতের অন্ধকারে ব্যালট বাক্স মিয়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

congress

বিক্ষোভরত এক কংগ্রেস কর্মীর কথায়, রাতের অন্ধকারে ব‍্যবহার না হওয়া ব্যালট বাক্স নিয়ে যাওয়ার পেছনে কোনও অসৎ উদ্দেশ‍্য ছিল কিনা আমাদের জানা নেই। কিন্তু আমরা এই সরকারকে বিশ্বাষ করি না। ব্যালট বাক্সগুলো যে খালি সেটা বিডিও আমাদের দেখান। তবে , আমরা চাই সব রাজনৈতিক দলের থেকেই অনুমতি নেওয়ার পর ব্যালট বাক্সগুলো যাতে নিয়ে যাওয়া হয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর