“বেঙ্গল টপার”কে ধরে TRP তোলার চেষ্টা, নয়া প্রোমোয় জি বাংলার মেগাকে ধুয়ে দিলেন দর্শকরা

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে সিরিয়ালের (Serial) তো কমতি নেই। একটি সিরিয়াল আসে, একটি সিরিয়াল শেষ হয়ে যায়। তবে কিছু কিছু ধারাবাহিক চিরতরের জন্য দর্শকদের মনে জায়গা করে নেয়। সম্প্রতি যেমন জি বাংলায় শেষ হয়েছে ‘নিম ফুলের মধু’। প্রথম দিকে দর্শকদের একাংশ নাক সিঁটকালেও পরবর্তীতে এটাই তাদের প্রিয় সিরিয়ালের (Serial) তালিকায় জায়গা করে নেয়।

জনপ্রিয় সিরিয়ালকে (Serial) নকলের অভিযোগ

শুধু নিম ফুলের মধু নয়, এর আগেও বহু ধারাবাহিক (Serial) এসেছে বিভিন্ন চ্যানেলে, যেগুলি মনকাড়া গল্পের জোরে প্রিয় হয়ে উঠেছে দর্শকদের। পরবর্তীতে সেই সব সিরিয়ালের দৃশ্যের আভাস দেখা গিয়েছে অন্য সিরিয়ালে। এমনকি দর্শকদের তরফে অভিযোগ উঠেছে জনপ্রিয় সিরিয়ালের (Serial) নকল করার। সম্প্রতি আবারও একটি ধারাবাহিকের বিরুদ্ধে উঠেছে এমনি অভিযোগ।

Allegations for copying against this serial

কোন সিরিয়ালের বিরুদ্ধে অভিযোগ: জি বাংলায় কয়েক মাস আগে শুরু হয়েছে ‘মিত্তির বাড়ি’। শুরুর দিকে সিরিয়ালটি (Serial) নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ থাকলেও পরবর্তীতে ট্রোলের মুখে পড়েছে এই ধারাবাহিক। টিআরপি না ওঠায় নায়িকা পরিবর্তনের দাবিও উঠেছে। আর এবার ফের ‘মিঠাই’এর নকল করার অভিযোগ উঠল মিত্তির বাড়ির বিরুদ্ধে।

আরো পড়ুন : ভারতকে চাপে ফেলার চেষ্টা? বাংলাদেশে ঢালাও অস্ত্র সরবরাহ চিনের! সামনে এল ভয়ঙ্কর রিপোর্ট

প্রোমো ঘিরেই গণ্ডগোল: সম্প্রতি সামনে এসেছে হোলি স্পেশ্যাল পর্বের প্রোমো (Serial)। সেখানে লেহেঙ্গা চলিতে সেজে উঠতে দেখা গিয়েছে জোনাকিকে। গোটা মিত্তির বাড়ি রঙ খেলায় মেতে উঠলেও ধ্রুব তাতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে। তারপরেই ফন্দি এঁটে জলের পাইপ দিয়ে নাতিবাবুকে ভিজিয়ে দেয় জোনাকি। ব্যস, তারপরেই জোনাকির পেছনে ছোটে ধ্রুব। দুহাত ভরে লাল আবির মাখিয়ে দেয় তার গালে। আর সেই সময়েই সকলকে চমকে দিয়ে এন্ট্রি নেয় সঞ্জনা। বলে ওঠে, ‘মিত্তির বাড়ির নতুন সদস্যকে ছাড়াই তোমরা রঙ খেলছো!’

আরো পড়ুন : ক্রমশ সীমা ছাড়াচ্ছে বাংলাদেশ! ভারতের সাহায্য ভুলে পাকিস্তানের সাথে জুটি বেঁধে বাড়াচ্ছে চাপ

এই প্রোমো নিয়েই উঠেছে অভিযোগ। কয়েকজনের মতে, মিত্তির বাড়ি ‘মিঠাই’কে (Serial) নকল করছে। এমনি হোলি প্রোমো মিঠাইও এনেছিল বলে দাবি করেছেন কয়েকজন। কেউ কেউ আবার কটাক্ষ করেছেন, মিঠাইকে নকল করলেও তাঁর মতো অভিনয় করতে পারবে না। উল্লেখ্য, ধ্রুব ওরফে আদৃত রায় মিঠাইতে ছিলেন নায়ক। তবে ওই সিরিয়াল যে উচ্চতা সেট করেছিল তা ছুঁতে পারেনি মিত্তির বাড়ি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর