উপনির্বাচনের আগে উত্তপ্ত খড়দহ, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলায় অভিযুক্ত তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ পঞ্চমীর রাতে উত্তপ্ত হয়ে উঠল খড়দহের (khardah) গির্জা মোড় এলাকা। তৃণমূল (tmc) -বিজেপি (bjp) সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। বিজেপির হোর্ডিং, ফ্লেক্স খুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুর পরবর্তীতে দেখা যায়, নির্বাচনে বিরোধী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে তিনিই জয়ী হয়েছেন। তবে এই ঘটনার জন্য ওই কেন্দ্রে আবারও উপনির্বাচনের দিন নির্ধারণ হয়েছে।

bjp vs tmc

খড়দহে উপনির্বাচন রয়েছে আগামী ৩০ শে অক্টোবর। সেখানে তৃণমূল প্রার্থী হয়েছেন ভবানীপুর কেন্দ্রের জয়ী বিধায়ক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে নির্বাচনের পূর্বেই এই ঘটনায় কিছুটা রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। অভিযোগ অস্বীকার করলেও, কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসক দল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রবিবার রাতে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেওয়ার খবর পায় গেরুয়া শিবির। এই ঘটনার খবর পেয়ে খড়দহ থানায় অভিযোগ দায়ের করে বিজেপি শিবির। থানায় গিয়ে ঘটনার বিষয়ে জানান বিজেপি প্রার্থী জয় সাহা।

এরপর ঘটনাস্থল তথা গির্জা মোড় এলাকায় পৌঁছান বিজেপি প্রার্থী জয় সাহা। জয় সাহা সেখানে পৌঁছাতেই শুরু হয় জোর গণ্ডগোল। হাতাহাতি থেকে তা পৌঁছায় মারামারিতে। এই ঘটনায় উত্তেজন ছড়ায় গোটা এলাকায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইট মেরে তাঁদের গাড়ির কাচ ভেঙে দিয়েছে তৃণমূল কর্মীরা। যদিও এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূল শিবির।

Smita Hari

সম্পর্কিত খবর