বাংলাহান্ট ডেস্কঃ পায়ের নীচের জমি শক্ত করতে, ত্রিপুরায় (tripura) ক্রমাগত নিজেদের প্রচার জারী রেখেছে তৃণমূল (tmc) শিবির। কিন্তু এরই মধ্যে আবার কর্মী, সমর্থকদের উপর আক্রমণেরও নানা খবর সামনে আসছে। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার সন্ধ্যেয় উদয়পুর এলাকায় দুই তৃণমূল সমর্থকের বাড়িতে ঢুকে তাঁদের মারধর করে বিজেপি (bjp) আশ্রিত দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান সংগঠনের যুব নেত্রী জয়া দত্ত। আহত কর্মীদের হাসপাতালে ভর্তি কারার ব্যবস্থা করে বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘ত্রিপুরায় এসেছেন সুস্মিতা দেব (Sushmita Dev)। আর আজ তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বেরোনর পর বিজেপিরা আমাদের কর্মীদের মারধর করেছে’।
সম্প্রতি তৃণমূল শিবিরে নাম লিখিয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। আর সবুজ শিবিরে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে গুরু দায়িত্বও দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় পা রাখতেই তাঁকে ত্রিপুরার সংগঠনের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই আগামী ১৫ দিনের জন্য ত্রিপুরা নিবাসী হয়েছেন সুস্মিতা দেব।
সেইমত গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বুধবার প্রথমবার ত্রিপুরা সফরে পৌঁছন সুস্মিতা দেব। সেখানে গিয়ে বৃহস্পতিবার সকালে প্রথমেই গিয়েছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে। সূত্রের খবর, এদিন তাঁর সঙ্গে বেশ কয়েকজন তৃণমূল কর্মী, সমর্থকও গিয়েছিলেন মন্দিরে।
অভিযোগ উঠেছে, মন্দির থেকে বাড়ি ফিরতেই সন্ধ্যেবেলায় উদয়পুর এলাকায় তৃণমূল সমর্থক সুমন সরকার ও ইজেল হকের বাড়িতে হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। আর এই আহত কর্মীদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, পরবর্তীতে আগরতলার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ফের গর্জে উঠেছে ত্রিপুরা।