বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুর থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যেটি জানার পর চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। জানা গিয়েছে, সেখানে পুলিশ শান্তিভঙ্গের অভিযোগে ৩ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এমনকি, তাঁর বাড়িতেও ওই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়। যা দেখে পরিবারের সদস্যরাও অবাক হয়েছেন।
৩ বছর আগে মারা যান রাধেশ্যাম সিং: এই ঘটনাটি ঘটেছে নিগোহি থানার ঢাকিয়া তিওয়ারি এলাকায়। সেখানে বসবাসকারী রমেশ সিং জানিয়েছেন, তাঁর জমিসংক্রান্ত একটি বিরোধ চলছিল। সেজন্য তিনি থানায় অভিযোগ জানান। এদিকে, পুলিশ তাঁর অভিযোগ না শুনে তাঁর প্রয়াত বাবার বিরুদ্ধেই পদক্ষেপ নিতে শুরু করে। এদিকে, তাঁর বাবা রাধেশ্যাম সিং মারা যান ৩ বছর আগে।
পাশাপাশি, রমেশ আরও জানিয়েছেন, পুলিশ মামলার কোনো তদন্ত না করেই তাঁর বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। শুধু তাই নয়, সেখানকার পুলিশ অপরাধীদের পরিবর্তে ওই মৃত ব্যক্তির কাছ থেকেই শান্তিভঙ্গের হুমকি দিচ্ছে। এমতাবস্থায়, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ ভুল স্বীকার করে নেয়।
মৃতকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার নির্দেশ: প্রসঙ্গত উল্লেখ্য যে, নিগোহি পুলিশ এমন একজন ব্যক্তিকে শান্তিভঙ্গের অভিযোগে নোটিশ পাঠিয়েছে এবং তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে, যিনি তিন বছর আগেই মারা গেছেন। এমতাবস্থায়, বর্তমানে পুলিশের এই কর্মকাণ্ডে হতবাক পরিবার। ঘটনাটির পরিপ্রেক্ষিতে এসপি সিটি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, যে আসল দোষী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সিয়ারামের পরিবর্তে রাধেশ্যামকে চালান করে দেওয়া হয়: এদিকে, এসপি সিটি সঞ্জয় কুমার বলেছেন রাধেশ্যামকে নয়, বরং সিয়ারামকে চালান করা হবে। রাধেশ্যামকে ভুল করে চালান করা হয়েছিল। তিনি অনেক আগেই মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।