শেষে কিনা গল্প “চুরি” করে অস্কারে! কিরণের ‘লাপাতা লেডিজ’ নিয়ে সরব ‘বুরখা সিটি’র পরিচালক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে! যে ছবি নিয়ে দেশ জুড়ে এমন তোলপাড় হল যে অস্কারে দেশের হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পর্যন্ত পেয়ে গেল, সেই ‘লাগাতা লেডিজ’ (Laapataa Ladies) নাকি চুরি করা! কিরণ রাও পরিচালিত এই ছবির বিরুদ্ধে সম্প্রতি উঠতে শুরু করেছে গুরুতর অভিযোগ। ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্রাক এর ‘বুরখা সিটি’র সঙ্গে অদ্ভূত রকমের সাদৃশ্য লাপাতা লেডিজ (Laapataa Ladies) এর। এমনকি পরিচালক নিজেও রীতিমতো হতবাক সব দেখে। তুমুল বিতর্কের পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আরবি ছবির পরিচালক।

গল্প চুরির অভিযোগ লাপাতা লেডিজ (Laapataa Ladies) এর বিরুদ্ধে

২০১৯ সালে মুক্তি পেয়েছিল বুরখা সিটি। একাধিক ননামীদামী ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল ছবিটি। পাঁচ বছর পর আচমকাই সেই ছবির সঙ্গে হুবহু মিল পাওয়া গেল আরেকটি ছবির! কীভাবে সম্ভব? সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরাসি পরিচালক বলেন, দুটি ছবির মধ্যে যে এত বেশি মিল রয়েছে, তা তিনি আগে জানতেন না। সম্প্রতি লাপাতা লেডিজ (Laapataa Ladies) দেখে তিনি রীতিমতো হতবাক। ফ্যাব্রিস জানান, দুটি গল্পেই স্ত্রী হারিয়ে যাওয়ার ঘটনা, দুই স্বামীর মধ্যে অমিল থেকে পুলিশ অফিসার সবকিছুই মিল রয়েছে।

Allegations of copying against laapataa ladies

হুবহু এক দুই ছবির গল্প: এমনকি লাপাতা লেডিজ (Laapataa Ladies) গল্পের শেষে যে জানা গিয়েছিল, জয়ার স্বামী অত্যাচার করে, সেটাও নাকি বুরখা সিটির সঙ্গে অনেকটাই মিল গিয়েছে। এমনকি সেটাই ছিল তাঁর ছবির মূল টুইস্ট। উল্লেখ্য, বুরখা সিটি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ছিল যার চিত্রনাট্য লেখা হয়েছিল ২০১৭ তে। পরিচালক জানান, ২০১৯ সালে বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে এটি দেখানো হয়েছিল। এমনকি কলকাতা এবং আরোভিলের ফেস্টিভ্যালেও জায়গা করে নিয়েছিল বুরখা সিটি।

আরো পড়ুন : রিখটার স্কেলে ৮ মাত্রার তীব্র ভূমিকম্পের সতর্কতা, শিয়রে শমন ভারতের পড়শি দেশে!

কী বললেন পরিচালক: আক্ষেপ করে ফ্যাব্রিস বলেন, তিনি যখন জানতে পারেন যে লাপাতা লেডিজ (Laapataa Ladies) এর সঙ্গে তাঁর ছবির অনেকটাই মিল রয়েছে, তখন তিনি যেমন অবাক হয়েছিলেন, তেমনি কষ্টও পেয়েছিলেন। বিশেষ করে তিনি জানান, লাপাতা লেডিজ (Laapataa Ladies) ভারতে এত সাফল্য পেয়েছে, এমনকি অস্কারে গিয়েছে জেনেও তাঁর কষ্ট হয়েছিল। পরিচালক বলেন, তাঁর ইচ্ছা ছিল বুরখা সিটিকে পূর্ণদৈর্ঘ্যের ছবিতে রূপান্তর করবেন। কিন্তু তা কি আর সম্ভব হবে? জানেন না পরিচালক।

আরো পড়ুন : অন্য রকম হওয়ার কথা ছিল শেষটা, ‘সপ্তপদী’র ক্লাইম্যাক্স বদলাতে বাধ্য করেন সুচিত্রা! কিন্তু কেন?

যদিও লাপাতা লেডিজ এর প্রযোজকদের সঙ্গেও কথা বলতে চেয়েছেন ফ্যাব্রিস। কিন্তু বিতর্কের মাঝে লাপাতা লেডিজ এর চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী একটি বিবৃতি দিয়ে দাবি করেছেন, গল্প চুরির সব অভিযোগ মিথ্যে। এমন অভিযোগ লেখক তথা টিমের প্রচেষ্টাকে ক্ষুন্ন করে বলেও মন্তব্য করেছেন তিনি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X