বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য নিঃশুল্ক শৌচালয় থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ হাওড়া (Howrah) স্টেশনে। মূলত ১ নম্বর ও ১২ নম্বর প্ল্যাটফর্মের শৌচালয় ব্যবহারের জন্য যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে টাকা। এমনই অভিযোগ সামনে আসতে হইচই পড়ে গিয়েছিল। যে ঠিকাদার সংস্থাগুলি শৌচালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তাদের বিরুদ্ধেই ওঠে অভিযোগ।
ঠিকাদার সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, হাওড়া স্টেশনে এই শৌচালয় গুলি প্রতিদিন ব্যবহার করেন প্রায় ১৫ থেকে ২০ হাজার যাত্রী। তাদের থেকে জোর করে কখনো দুই টাকা আবার কখনো পাঁচ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এমনভাবে ওই ঠিকাদার সংস্থাগুলি প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত তোলা আদায় করছে।
যাত্রীদের অভিযোগ এই সংস্থাগুলি বেআইনিভাবে তাদের থেকে শৌচালয় ব্যবহারের জন্য টাকা নিচ্ছে। কিন্তু তার পরিবর্তে কোনরকম রশিদ দেওয়া হচ্ছে না। যদি টাকা না দেওয়া হয় তাহলে শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয় না যাত্রীদের এমনটাই অভিযোগ। অন্যদিকে ঠিকাদার সংস্থাগুলি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।
যাত্রীরা অভিযোগ করেছেন, প্রতিদিন ৬০-৭০ হাজার টাকা আদায় মানে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার। বেআইনিভাবে এই টাকা তোলা হচ্ছে হাওড়া স্টেশন থেকে। হাওড়া ডিভিশনাল ম্যানেজার (DRM) এই ব্যাপারে জানিয়েছেন, একটি বেসরকারি সংবাদমাধ্যমের তদন্তে আমরা অভিযোগটি পেয়েছি। এই খবর পাওয়ার পর তড়িঘড়ি শৌচালয়ের দায়িত্বে থাকা দুই ঠিকাদার সংস্থার চুক্তি বাতিল করেছে রেল। পূর্ব রেলের কমার্শিয়াল ম্যানেজার জানিয়েছেন এই ব্যাপারে তদন্ত করে দেখা হবে।