বাংলাহান্ট ডেস্কঃ দ্বিতীয় দফা ভোট মিটতেই পরবর্তী দফার প্রার্থীরা নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগের কাজে লেগে পড়েছেন সকলেই। এবার সেখান থেকেই উঠে এল চাঞ্চল্যকর খবর। প্রচারে বেরিয়ে গৃহবধুর আথে অভব্য আচরণ করল বিজেপি প্রার্থী। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে!
শুক্রবার রাতে প্রচারে বের হন মালদার (Maldah) হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) বিজেপি প্রার্থী মতিউর রহমান (Motiur Rahaman) । সেই সময় একটি বাড়িতে বাথরুমে যান তিনি। সেখান থেকে বেরিয়ে বাড়ির গৃহবধুকে বিজেপিতে ভোট দেওয়ার কথা বলেন তিনি। তবে মহিলা জানান, তাঁর কাকাশশুর তৃণমূলের (TMC) গ্রাম পঞ্চায়েত সদস্য। তাঁর পরিবারের সকলেই তৃণমূল করেন। তা শুনে, মোটা টাকার প্রলোভন দেখিয়ে বিজেপিতে (BJP) ভোট দেওয়ার কথা বলেন মতিউর রহমান। তাতেও রাজি না হওয়ায় গৃহবধূর গায়ে হাত বোলান তিনি। এমনকি জড়িয়ে ধরতেও উদ্যত হন মতিউর রহমান। ঠিক এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।
জানা যাচ্ছে, সেই সময় বাড়িতে একাই ছিলেন গৃহবধু। ঘটনার খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য মহম্মদ আলাউদ্দিন সেখানে আসেন। তিনি প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয় বলে খবর। এমনকি টেনে-হিঁচড়ে তাঁর জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পাশাপাশি ওই গৃহবধূ জানান, ‘ উনি বাথরুম করার কথা বললে আমি বাথরুম দেখিয়ে দিই। ফিরে এসে বলেন বিজেপিকে ভোট দিতে। কিন্তু আমরা তৃণমূল করি বলাতে ৩০-৪০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখান। তাতেও রাজি না হওয়ায় আমর সঙ্গে অভাব্য আচরণ করেন’।
উল্লেখ্য, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি প্রার্থী মতিউর রহমান। তবে ওই কেন্দ্রের পর্যবেক্ষক অনিরুদ্ধ সাহা অভিযোগ করেন, প্রচারের সময় তৃণমূলরাই তাঁদের প্রার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, ওঁরা পরিকল্পনা মাফিক আমাদের মারধর করে, আমরা কোনও ঝামেলা না করে ফিরে আসি’। অন্যদিকে মহম্মদ আলাউদ্দিন অভিযোগ করেন, বিজেপি প্রার্থী বাথরুমের নাম করে মহিলার সাথে অভাব্য আচারন করে, প্রতিবাদ করতে গেলে তাঁর দেহরক্ষীরা মারধর করে। ঘটনায় ইতিমধ্যেই উভয় দলের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।