মিড ডে মিলে ব্যাপক দুর্নীতির অভিযোগ খাস কলকাতায়! নিখোঁজ অভিযুক্ত

বাংলাহান্ট ডেস্কঃ গ্রাম, মফস্বল পেরিয়ে এবার মিড ডে মিল (mid day meal) প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল খাস কলকাতায় (kolkata)। দেবাশিস দত্ত নামে এক ব্যক্তির অভিযোগ, এক ডেটা এন্ট্রি অপারেটরের নেতৃত্বেই এই দুর্নীতি হয়েছে। কিন্তু সেই অভিযুক্ত ব্যক্তি বর্তমানে বেপাত্তা রয়েছে। তবে অনেকের ধারণা, এই কাজে শুধু মাত্র একজন ডেটা এন্ট্রি অপারেটরের হতে পারে না, দফতরের একটা বড় অংশ নিশ্চয়ই যুক্ত রয়েছে এই কাজের সঙ্গে।

বিষয়টা হল, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী কিংবা এনজিওকে কলকাতার বহু স্কুলেই মিড ডে মিল তৈরি করার দায়িত্ব দেওয়া থাকে। তাঁরা রান্না করা খাবার পরিষেবা দেয়। তবে অভিযোগ উঠেছে, তাঁদের অগ্রিম টাকা দেওয়ার ফলে কিছু সমস্যা হচ্ছে, পাশাপাশি পড়ুয়াদের জন্য কেনা চালের পরিমাণের ক্ষেত্রেও অনেক গরমিল লক্ষ্য করা যাচ্ছে। যার কারণেই এই দুর্নীতির অভিযোগ করেন দেবাশিস দত্ত।

   

7efe8e03 e0e6 45da b32c 5e105a3f2e06

মিড ডে মিল প্রসঙ্গে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তথা সর্বশিক্ষা মিশনের চেয়ারম্যান এবং মিড ডে মিল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কার্তিক মান্না জানিয়েছেন, ‘গতমাসেই মিড ডে মিল প্রকল্পের ধার্য করা অগ্রিম টাকা অ্যাডজাস্ট করা হয়েছে। সেইসঙ্গে সমস্ত রিপোর্টও পাঠিয়ে দেওয়া হয়েছে’।

তবে দেবাশিস দত্তের দাবি, মিড ডে মিলের দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই করতে অগ্রিক টাকার দেওয়ার রেজিসস্টার এবং সঙ্গে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো করে দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। সেইসঙ্গে ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের বিশেষ অডিট করানো হলেই, সবটা জানা যাবে। তখন তাঁর কথার সত্যতাও প্রমাণ হতে বেশি সময় লাগবে না। তবে স্কুল শিক্ষা কমিশনের কাছে এই অভিযোগ জমা পড়ায়, কসবার শিক্ষা ভবনের তিনটি অফিসের সমস্ত নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর