বুথের মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ! খাস কলকাতায় আটক বিজেপি এজেন্ট

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চলছে ৫ জেলার ৩৪ আসনে ভোট। পশ্চিম বর্ধমান, মালদা, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আজ ভোট রয়েছে শহর কলকাতার চারটি বিধানসভা আসনেও। এই ভোট সপ্তমীর প্রেস্টিজ ফাইটে রয়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থীও। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে কমিশন। তদুপরি একাধিক কেন্দ্র থেকে উঠে আসছে রাজনৈতিক হিংসা এবং অপ্রীতিকর ঘটনার খবর।

এবার বুথের ভিতরেই তৃণমূলের (TMC) মহিলা এজেন্টকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিজেপি (BJP) এজেন্টের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার খাস কলকাতার অভিজাত এলাকা রাসবিহারী কেন্দ্রের একটি বুথে। ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী লেফটেন্যান্ট সুব্রত সাহার এজেন্ট মোহন রাও। তাঁকে বিদ্যাভারতী স্কুলের বুথে এজেন্ট করা হয়েছিল। তিনিই ওই বুথের তৃণমূলের মহিলা বুথ এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তারপরই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ ওঠে।

Ahead Of West Bengal Assembly Polls, Four TMC MLAs Join BJP

এরপর কয়েকজনকে গিয়ে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করে ওই এজেন্টের বিরুদ্ধে। তৎক্ষনাৎ বুথের মধ্য থেকেই আটক করা হয় ওই বিজেপি এজেন্টকে। তবে তাঁকে গ্রেফতার করা হবে কিনা, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য এই এজেন্ট মোহন রাও রাজ্য গেরুয়া শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

এই ঘটনায় বিজেপির দাবি, হার নিশ্চিত বুঝেই দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। প্রসঙ্গত, এই রাসবিহারী  (Rashbehari) বিধানসভা কেন্দ্রটি ভোটের দিন বারবার সংবাদের শিরোনামে উঠে আসছে। এর আগে তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারকে বেলা গড়াতেই আর বুথের মধ্যে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে তিনি পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন। তারপরই এই শ্লীলতাহানির অভিযোগ।


সম্পর্কিত খবর