ভোটাদের মাস্কের মধ্যে করে টাকা বিলির অভিযোগ! মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

বাংলাহান্ট ডেস্কঃ সপ্তম দফা নির্বাচনে মাস্কের মধ্যে করে টাকা বিলি করার অভিযোগ উঠল মুর্শিদাবাদ (murshidabad) বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস (congress) প্রার্থী নিয়াজউদ্দিন শেখের বিরুদ্ধে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল। কিছুক্ষণ তাঁকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বুথের সামনে রয়েছে ভোটারদের লম্বা লাইন। এমন সময় নিয়াজউদ্দিন শেখ এসে করোনা বিধি প্রচার করে লাইনে দাঁড়ানো ভোটারদের মাস্ক বিলি করলেন। কিন্তু তারপরই দেখা গেল সেগুলো আদতে মাস্ক নয়, তার মধ্যে থেকে বেরোচ্ছে মুঠো মুঠো টাকা।

c b bhbdhbch

বুধিয়া মাঝেরপাড়া গ্রামে ২৩৮ নম্বর বুথের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী নিয়াজউদ্দিন শেখ। তিনি জানান, করোনা আবহে যে বুথেই তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে মাস্ক বিলি করছেন। তাঁর কথায়, ‘আমি সবাইকে মাস্ক দিয়ে, তা পরার কথা বলেছি। আগে মানুষের প্রাণ, তারপর কিন্তু নির্বাচন’।

তবে ভোটারদের দাবি, তিনি লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাদের মাস্কের সঙ্গে টাকাও বিলি করছিলেন। অনেককে টাকার প্রলোভনও দেখাচ্ছিলেন। এই ঘটনার পর কংগ্রেস প্রার্থীকে ঘিরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

Smita Hari

সম্পর্কিত খবর