তৃণমূলের লোগো দেওয়া PPE পরে ত্রাণ বিলির অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ এবার তৃণমূলের লোগো দেওয়া PPE পরে ত্রাণ বিলির অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। রাজ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে পর্যাপ্ত পরিমাণে PPE পৌঁছাচ্ছে না বলে বার অভিযোগ করা হয়েছে ৷ এবার সেই PPE গায়ে চাপিয়ে ত্রাণ বিলি করতে দেখা গেল হাওড়ার টিকিয়াপাড়ায় (Tikiapara of Howrah) ৷ PPE ও ত্রাণের ব্যাগে তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া ৷ নাসির খান (Nasir Khan) নামে এক প্রোমোটারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷

lockdown 2222

লকডাউনের মাঝে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছিলেন টিকিয়াপাড়ার প্রোমোটার নাসির খান ৷ এলাকায় শাসক দলের ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত ৷ আজ ভ্যানে ত্রাণ নিয়ে বের হন বিভিন্ন এলাকায় ৷ পরনে ছিল PPE ৷ অভিযোগ, PPE-তে তৃণমূলের লোগো ছিল ৷ এমনকী ত্রাণের ব্যাগেও তৃণমূলের লোগো লাগানো ছিল বলে অভিযোগ ৷ এই ঘটনার পর বিতর্ক তৈরি হয়েছে ৷ BJP নেতা সুরজিৎ সাহা (Surjit Saha) বলেন, ‘‘এরাজ্যে মন্ত্রী ত্রাণ বিলি করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় ৷ অথচ তৃণমূলের ছাপ লাগিয়ে PPE পরে বের হলে ত্রাণ দিতে পারেন ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা যেখানে PPE পাচ্ছেন না, সেখানে এভাবে কেউ কীভাবে PPE পেলেন? কেউ PPE পরে ত্রাণ দিতে গেলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে ৷ যিনি এটা করেছেন, তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক ৷ সেবা না করে রাজনীতি করছে শাসকদল ৷’’

এই ঘটনায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy) বলেন, ‘‘তাঁরা যে ধরনের PPE পরে ত্রাণ বিতরণ করেছেন সেটি সরকারি নয় । বাঁকড়া অঞ্চলে তৈরি হচ্ছে ওই কিট ৷ সেগুলি চাইলে যে কেউ কিনে পরতে পারে ।’’ পাশাপাশি, তৃণমূলের লোগো ব্যবহার নিয়ে তিনি বলেন, ‘‘কেউ বাজার থেকে একটি জামা কিনে তাতে দলীয় লোগো লাগাতেই পারেন । এর জন্য দলীয় স্তরে বা আমার তরফে অনুমতি নেওয়ার কোনও প্রশ্নই আসে না ।’’


সম্পর্কিত খবর