শ্রমিক পিছু ১২ হাজার কাটমানি! তৃণমূল নেতার দাদাগিরিতে বন্ধই হয়ে গেল কারখানা

বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে এল তৃণমূল নেতার (Tmc Leader)দাদাগিরির আরেক নিদর্শন। জলপাইগুড়িতে (Jalpaiguri) স্থানীয় শাসকদলের নেতার এতটাই ক্ষমতা যে তার দাপটের মুখে বন্ধ হতে চলেছে পিচবোর্ড তৈরির কারখানা (Factory)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বলরামে। কেশরী পেপার বোর্ড নামে পিচবোর্ডের বাক্স তৈরির ওই কারখানায় বর্তমানে ভরাডুবি।

কী জানা যাচ্ছে? অভিযোগ, কারখানায় শ্রমিক সরবরাহ করার বিনিময়ে কাটমানি নিতেন অভিযুক্ত তৃণমূল নেতা। তবে সম্প্রতি কাটমানি না দেওয়ায় শ্রমিকদের হুমকি দিয়ে কারখানার কাজ বন্ধ করে দিয়েছে হালিম প্রধান নামে শাসকদলের ওই নেতা।

জানা গিয়েছে চলতি বছর জানুয়ারি মাসে জলপাইগুড়িতে এই কারখানা খোলেন আসামের এক ব্যক্তি। কারখানায় শ্রমিকের দরকার থাকায় ওই তৃণমূল নেতার দ্বারস্থ হয় তারা। সূত্রের খবর শ্রমিক পিছু প্রথমে ৭ হাজার টাকা নিতেন হালিম। তবে তিনমাস পরেই তিনি ১২ হাজার টাকা করে দাবি করেন।

আরও পড়ুন: টাকা দিতে পারবে না রাজ্য! বঙ্গে ৭টি রেল ওভার ব্রিজ বানানোর দায়িত্ব একাই নিল কেন্দ্র

কারখানা কর্তৃপক্ষ সেই দাবিতে রাজি হয়নি। তারা ঠিকা শ্রমিকদের পে-রোলে অন্তর্ভুক্ত করে। ফলে কাটমানি না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েন ওই নেতা। রাগে শ্রমিকদের হুমকি দেওয়া পর্যন্ত শুরু করেন। তার দাপটে সম্প্রতি দুই শ্রমিককে কাজেও নেয় কারখানা কর্তৃপক্ষ।

tmc flg

আরও পড়ুন: বন্দে ভারতের পর এবার একগুচ্ছ উপহার দিতে চলেছে রেল, মুখে হাসি ফুটবে বাংলার মানুষের

তবে এরপর গত ২৯ অগাস্ট কারখানার মেশিন অপারেটরকে নিগ্রহ করার অভিযোগে সিসিটিভি প্রমাণ খতিয়ে দেখে ওই দুজনের মধ্যে এক শ্রমিককে বহিষ্কার করা হয়। অভিযোগ এরপরই নাকি তৃণমূল নেতা কারখানার অন্য শ্রমিকদের হুমকিতে দিতে শুরু করে। ভয় পেয়ে আস্তে আস্তে কাজে আসা বন্ধ করে দেন তারা। এক মাস ধরে সম্পূর্ণরূপে বন্ধ ওই কারখানা। এদিকে কারখানায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর