বাংলা হান্ট ডেস্কঃ অনেক নিরপরাধ মানুষকে এর আগেও দেখা গিয়েছে রাজনৈতিক হিংসার শিকার হতে। রাজ্য হোক বা দেশ এ ধরনের উদাহরণ কম নেই। ফের একবার সামনে এলো এমনই এক অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া গ্রামে। এই এলাকারই ছেলে শেখ আমিনুল ইসলাম ওরফে বাঁশি। ছোটবেলা থেকেই বাদ্যযন্ত্রের প্রতি তার ভীষণ শখ। ঘরে গেলেও দেখতে পাওয়া যাবে গিটার, বাঁশি, একতারার ছড়াছড়ি।
বাঁশি বাজাতে ভালোবাসে বলেই ছোটবেলাতেই বাঁশি ডাকনাম হয়ে যায় তার। বাঁশি থাকতো কলকাতার মধ্যমগ্রাম এলাকায়। পড়াশোনার পাশাপাশি সে একজন ভাল নাট্যকর্মীও বটে। মাত্র ১৮ বছর বয়সেই নাট্যকার প্রবীর গুহর ‘অলটারনেটিভ লিভিং থিয়েটারে’র নিয়মিত অভিনেতা সে। তার অভিনয়ে রীতিমত মুগ্ধ করেছে সকলকে। ইতিমধ্যেই একাধিক পুরস্কারে ভর্তি ঘর। কয়েকদিন আগে নিজের গ্রাম কাঁকড়ায় সে ফিরে আসে মাধ্যমিক পরীক্ষা দেবে বলে।
পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলো বাঁশি। ইতিমধ্যেই ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা উত্তাল হয়ে ওঠে দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ছোট্ট একটি আদিবাসী গ্রাম। অভিযুক্তদের নামে দায়ের করা হয় এফআইআর। পরিবারের অভিযোগ আসল অভিযুক্তকে খুঁজে না পেয়ে ২ আগস্ট নিরাপরাধ বাঁশি সহ আরও কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ। যে ছেলেটির এখন মঞ্চে মঞ্চে অভিনয় করে সকলকে আনন্দ দেবার কথা গত ন দিন ধরে সে বন্দি রয়েছে জেলে।
বাঁশি যে নিরপরাধ এমনটাই বক্তব্য দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল কুমার বক্সিরও। তিনি বলেন, “কাঁকড়া আদিবাসী অধ্যুষিত নতুন পাড়ায় আদিবাসীদের ঘরে আগুন লাগিয়ে দেয় কিছু লোক। পরিপ্রেক্ষিতে ওরা তীর-ধনুক ব্যবহার করে। কয়েকটি ছেলের তীরও লাগে।” তিনি আরও জানান, “এরপর ওরা কাঁকড়ার কয়েকজনের নামে এফআইআর করে। আট জন প্রধান এবং ৩২ জন অন্যান্য। পুলিশ যখন আর কাউকে পাচ্ছিলো না তখন এই ছেলেটিকে এবং আরও চারজন মিলিয়ে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করে।” পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশি এবং অন্যান্যদের মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।