বাংলাহান্ট ডেস্কঃ ভোট মরশুমে ইমাম-মোয়াজ্জেমদের (imam-moazzem) ভাতা দেওয়ার প্রসঙ্গে স্বামীজিকে টেনে আনলেন অভিষেক ব্যানার্জি (abhishek banerjee)। তৃণমূলের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগের মোক্ষম জবাব দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।
বাংলায় ইমাম ভাতা চালু করার পর থেকেই নানারকম সমালোচনার শিকার হতে হয়েছিল শাসক দলকে। সংখ্যালঘু ঘেঁষা বলেও অভিযোগ শুনতে হয়েছিল। এমনকি এও অভিযোগ উঠেছিল- ইমামদের ভাতা দেওয়ার মধ্য দিয়েই তৃণমূলের তুষ্টিকরণের রাজনীতি মনোভাব প্রকাশ পায়।
তৃণমূলের বিরুদ্ধে ওঠা এইসকল অভিযোগের পাল্টা জবাব দিলেন অভিষেক ব্যানার্জি। পয়লা বৈশাখের সন্ধ্যায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংখ্যালঘুদের গুরুত্ব দেওয়ার কথা স্বয়ং স্বামীজি নিজেই বলেছিলেন। স্বামী বিবেকানন্দের আদর্শ মেনেই ইমাম-মোয়াজ্জেমদের ভাতা দেওয়া হয়।
এখানেই শেষ নয়, সাক্ষাৎকার থেকে বিজেপির উদ্দেশ্যে একটি কঠিন প্রশ্নও ছুঁড়ে দেন যুব তৃণমূল সভাপতি। তিনি বলেন, ‘বিজেপি প্রশ্ন করে আগে কেন ইমাম ভাতা? তারপর কেন পুরোহিত ভাতা দেওয়া হল? তবে আমি প্রশ্ন করব- আপনার যেখানে যেখানে ক্ষমতায় রয়েছেন, সেখানে কেন পুরোহিত ভাতা চালু হয়নি?’
প্রসঙ্গত তৃণমূলের এই ইমাম ভাতার তীব্র বিরোধিতা করেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি (abbas siddiqui)। তাঁর কথায়, তৃণমূল সরকার ক্ষমতায় এসেই ইমামদের আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া শুরু করল। যেহেতু কোন সরকার এর আগে এরকম কিছু চালু করেনি, তাই আমরা বেজায় খুশিও হয়ে গেলাম। কিন্তু এটা কি ভেবে দেখেছেন, ইমামদের ঘরে তো বিএ পাশ এমএ পাশ ছেলে মেয়ে রয়েছে, কই তাদের চাকরি তো হল না। মাসে আড়াই হাজার টাকা করে দিলে বছরে হয় ৩০ হাজার টাকা। কিন্তু কোন ছেলে মেয়েকে চাকরি দিলে সে তো এক মাসে ৩০ হাজার টাকা রোজগার করে ফেলত। তাহলেই দেখুন আমরা কত বোকা’।