দশ দিনেই ২০০ কোটি! আল্লু-রশ্মিকার রসায়ন ম‍্যাজিক দেখাচ্ছে বক্স অফিসে

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে আল্লু অর্জুন (allu arjun) ও রশ্মিকা মন্দানা (rashmika mandana) অভিনীত ‘পুষ্পা: দ‍্য রাইজ’ (pushpa)। ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই তেলুগু অ্যাকশন ড্রামা। ক্রিসমাসের ছুটির পুরো লাভটাই তুলতে পেরেছে এই ছবি। মুক্তির পর দ্বিতীয় রবিবার অর্থাৎ দশম দিনেও একই রকম খেল দেখাচ্ছে এই ছবি। দু সপ্তাহের মধ‍্যেই ২০০ কোটির মাইলক ফলক ছুঁতে চলেছে পুষ্পা।

ওমিক্রন আতঙ্কের মধ‍্যেও প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। আর এতেই লাভবান হয়েছে ছবি নির্মাতারা। সিঙ্গল স্ক্রিন গুলিতে খুবই ভাল ব‍্যবসা করেছে এই ছবি। ক্রিসমাসের মতোই দশম দিনেও ১০ থেকে ১২ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। উল্লেখ‍্য, মুক্তির পরপরই কিন্তু কড়া প্রতিপক্ষের মুখে পড়তে হয়েছিল পুষ্পাকে।

pushpa trailer teaser 1200
হলিউডে ‘স্পাইডার ম‍্যান: নো ওয়ে হোম’, বলিউডে ‘৮৩’ এবং তেলুগুতে আরো একটি ছবি ‘শ‍্যাম সিংহ রয়’ এর সঙ্গে প্রতিযোগিতা করেই এমন ভাল পারফরম‍্যান্স করেছে পুষ্পা। এখনো পর্যন্ত সব ভাষার ডাবিং মিলিয়ে সারা দেশে প্রায় ১৮৭ থেকে ১৮৯ কোটি টাকার ব‍্যবসা করেছে ছবিটি। আগামী সপ্তাহ খানেকের মধ‍্যে ২০০ কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলবে পুষ্পা।

তেলুগু ছাড়াও হিন্দিতেও ডাবিং হয়েছে ছবিটির। আর বিস্ময়কর ভাবে হিন্দিতেই দারুন ব‍্যবসা করেছে ছবি। আল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে রয়েছে রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল, ধনঞ্জয়, সুনীল সহ আরো তাবড় অভিনেতা অভিনেত্রীরা। ছবিতে একটি আইটেম গানে নেচেছেন সামান্থা রুথ প্রভু। গান এবং তাঁর নাচ নিয়েও কম চর্চা হয়নি।

গানে রীতিমতো বোল্ড অবতারে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ‍্য, সামান্থা ও নাগা চৈতন‍্যর বিবাহ বিচ্ছেদের পর এটাই অভিনেত্রীর পর আইটেম নাম্বার। স্বাভাবিক ভাবেই গানটি নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল যা পুষ্পার অনুকূলেই গিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর