বাংলাহান্ট ডেস্ক : গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আর সেই মহিলার মৃত্যুর জেরেই এবার পুলিশের জালে আল্লু অর্জুন (Allu Arjun)৷ আল্লু অর্জুনকে তার বাড়ি থেকে আটক করেই চিক্করপল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই মামলাটি তুলে নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই দক্ষিণী অভিনেতা (Actor)।
আটক আল্লু অর্জুন (Allu Arjun)
আল্লু অর্জুনের (Allu Arjun) কথায়, মর্মান্তিক এই দুর্ঘটনাটির পেছনে দক্ষিণী অভিনেতার কোন হাত নেই। তাই পুলিশ তার বিরুদ্ধে যে মামলা করেছে তা তুলে নেওয়া হোক বলেও তিনি দাবি করেন। যদিও এই ঘটনায়, অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি পুলিশ৷ স্বামী এবং সন্তানকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে আসা ওই মহিলার মৃত্যুর ৮ দিন পর গ্রেফতার হলেন অভিনেতা।
ঠিক কী ঘটেছিল সেই দিন?
৪ ডিসেম্বর হায়দ্রাবাদের (Hyderabad) একটি হলে পুষ্পা ২ (Pushpa 2) সিনেমার প্রিমিয়ারকে কেন্দ্র করে উপচে পড়েছিল ভিড়। আর সেই জনসমুদ্রের মাঝে হঠাৎই হাজির হন আল্লু। প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখামাত্রই আবেগ আপ্লুত হয়ে ওঠে আমজনতা। শুরু হয় প্রচন্ড ঠেলাঠেলি-ধাক্কাধাক্কি। নিমেষে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়।
আরোও পড়ুন : ৪ মাসে ২ বার আইনজীবী পরিবর্তন! এবার দায়িত্ব পেলেন এই দু’জন
জানা গিয়েছে, ওই মহিলা ঠিক সেই মুহূর্তেই তার ছেলেকে নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। তাতেই ঘটে বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় তার ছেলেকেও ভর্তি করা হয় হাসপাতালে। এরপর খোদ আল্লু অর্জুন (Allu Arjun) তো বটেই, সন্ধ্যা সিনেমা হলের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মামলা।
মৃতার পরিবারের তরফে গোটা ঘটনার জন্য আল্লু অর্জুনকে দায়ী করা হয়েছে। এমনকি তারা আর্থিক সহায়তা চেয়েছেন। মৃতার স্বামী ভাস্কর এই ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের ছেলে শ্রী তেজা আল্লু অর্জুনের ভক্ত। ওর জন্যই আমরা ছবিটা দেখতে এসেছিলাম। সবাই আমাদের ছেলেকে পুষ্পা বলে ডাকে। কিন্তু আমি আমার স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারছি না।’