ঝুঁকতেই হল ‘পুষ্পারাজ’কে! আইন ভেঙে জরিমানার মুখে আল্লু অর্জুন

বাংলাহান্ট ডেস্ক: আইনের বাইরে নন ‘পুষ্পারাজ’ও (Pushpa)। সিনেমায় ‘ম‍্যায় ঝুঁকেগা নেহি’ বলে হম্বিতম্বিই সার। বাস্তব জীবনে আইনের গেরোয় পড়লেন সুপারস্টার আল্লু অর্জুনও (Allu Arjun)। ট্রাফিক আইন ভাঙায় জরিমানার মুখে পড়তে হল তাঁকে।

বেশ কিছুদিন ধরেই তারকাদের সঙ্গে একটু কড়া আচরণই করছে হায়দ্রাবাদ পুলিস। ট্রাফিক আইন ভাঙলেই পড়তে হচ্ছে জরিমানার মুখে। রেহাই পেলেন না আল্লুও। নিয়ম ভেঙে গাড়ির কাঁচ কালো কালো রাখার জন‍্য চালান গুনতে হল অভিনেতাকে। তাঁর বিলাসবহুল ল‍্যান্ড রোভার রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি গাড়িটির কাঁচ কালো রাখার জন‍্য জরিমানার মুখে পড়েছেন আল্লু।

pushpa trailer teaser 1200
উল্লেখ‍্য, ভারতে গাড়ির কাঁচে কালো ফিল্ম ব‍্যবহার করা বেআইনি। তবুও নিয়ম ভেঙে অনেকেই ব‍্যক্তিগত গাড়ির কাঁচ কালো রাখেন। বিশেষ করে তারকাদের মধ‍্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়। গোপনীয়তা তো রক্ষা হয়ই। উপরন্তু বাইরে আবহাওয়া গরম থাকলেও কালো কাঁচের কারণে গাড়ির ভেতরে আরামদায়ক শৈত‍্য বজায় থাকে।

তাই নিয়ম ভেঙে অনেক তারকাই নিজেদের দামী গাড়ির কাঁচ কালো রাখেন। কিন্তু ভারতে গাড়ির কাঁচ কালো রাখা বেআইনি কেন? আসলে গাড়ির মধ‍্যে গোপনীয়তাকে ঢাল বানিয়ে অপরাধের সংখ‍্যা কমাতেই এই নিয়ম জারি করা হয় ভারত সরকারের তরফে। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরে এই ট্রাফিক আইন কড়া ভাবে লাগু রয়েছে। যদিও অনেকেই সে আইন মানেন না।

সাম্প্রতিক উদাহরণ আল্লু অর্জুন। হায়দ্রাবাদ পুলিস অতি সক্রিয় হয়ে ওঠায় বিপাকে পড়েছেন তিনি। জানা যাচ্ছে, গাড়ির কাঁচে কালো ফিল্ম ব‍্যবহার করার জন‍্য ৭০০ টাকা জরিমানা দিতে হয়েছে অভিনেতাকে। এর আগে অভিনেতা কল‍্যাণ রামও একই কারণে পুলিসি বিপাকে পড়েছিলেন।

প্রসঙ্গত, আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ব‍্যাপক জনপ্রিয় হয়েছিল গোটা দেশে। ছবির সংলাপ, গান সবই ভাইরাল হয়েছিল। আগামীতে পুষ্পা ছবির দ্বিতীয় অংশেও দেখা যাবে আল্লু অর্জুনকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর