বাংলাহান্ট ডেস্ক: পুষ্পারাজ (Pushpa), ফ্লাওয়ার নয় ফায়ার! এক বছর আগে এই একটা নাম ঘুরেছে সিনেপ্রেমীদের মুখে মুখে। শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রির দর্শকরাই নয়, হিন্দি বলয়েও উঠেছিল পুষ্পা ঝড়। ছবির একে অন্যকে টেক্কা দেওয়া সব গান, হলে সিটি তোলা সংলাপ আর পুষ্পা শ্রীভল্লির দুরন্ত অনস্ক্রিন রসায়ন বহুদিন পর্যন্ত দর্শকদের মনে গেঁথেছিল। এমনকি এখনো পর্যন্ত পুষ্পা একই রকম জনপ্রিয়।
পুষ্পা ট্রিলজির প্রথম ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেয়েছিল ২০২১ এর ডিসেম্বর মাসে। ‘বাহুবলী’ সিরিজের পর পুষ্পার হাত ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রির জয়যাত্রা শুরু হয়েছিল। ব্লকবাস্টার হয়েছিল পুষ্পা দ্য রাইজ। সেইসঙ্গে ছবিটি প্রশ্ন রেখে গিয়েছিল পরবর্তী অংশের জন্য। সেদিন থেকেই সিক্যুয়েলের জন্য অপেক্ষারত সিনেপ্রেমীরা।
বেশ অনেকদিন ধরেই পুষ্পার সিক্যুয়েল নিয়ে জল্পনা চলছে নেটপাড়ায়। অবশেষে ছবির শুটিং শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি শুটিং শুরুর আগে বিশেষ পুজোও করা হয়েছিল সেটে। সিক্যুয়েল ছবি ‘পুষ্পা: দ্য রুল’ এর জন্য নাকি বাঁকুড়াতেও আসতে চলেছে ছবির টিম।
পুষ্পার জনপ্রিয়তা এটা স্পষ্ট করে দিয়েছিল যে সিক্যুয়েল ছবিটি আরো বেশি হিট হবে। পুষ্পার পরেই আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার জনপ্রিয়তা একলাফে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ছবিটি তাই ঢেলে সাজাচ্ছেন নির্মাতারা। বাজেট থেকে সেট কোনোদিকেই কোনো কমতি রাখছেন না তাঁরা। সুযোগ বুঝে বড় দর হাঁকিয়েছেন ছবির কলাকুশলীরাও।
ছবিতে পুষ্পারাজের চরিত্রে আল্লু অর্জুন এবং নায়িকা শ্রীভল্লির চরিত্রে দেখা গিয়েছিল রশ্মিকাকে। সিক্যুয়েলেও তাঁরাই হবেন নায়ক নায়িকা। প্রকাশ্যে এসেছে তাঁদের পারিশ্রমিকের অঙ্কও। সূত্রের খবর মানলে, প্রথম ছবির সাফল্য দেখে সিক্যুয়েলে পারিশ্রমিকের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছেন আল্লু।
শোনা যাচ্ছে, পুষ্পা ২ এর জন্য নাকি ১২৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন আল্লু অর্জুন। পরিচালক সুকুমার নিচ্ছেন ৫০ কোটি টাকা। সেখানে রশ্মিকার পারিশ্রমিক চোখে পড়ার মতোই কম। মাত্র ৫ কোটি টাকা পাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসেই শুটিং শুরু হয়ে যাবে পুষ্পা ২ এর। আর আগামী বছর জানুয়ারিতে শাহরুখ খানের ‘পাঠান’ এর সঙ্গে টক্করে টক্করে নামবেন আল্লু অর্জুন।