মোটা টাকার লোভও কাজে লাগল না, এই একটি কারণেই তামাকের বিজ্ঞাপন করতে চাইলেন না আল্লু অর্জুন

বাংলাহান্ট ডেস্ক: তিনি পুষ্পারাজ (Pushpa)। পর্দায় দোর্দন্ডপ্রতাপ রক্তচন্দন চোরাচালানকারীর ঠোঁটে থাকে জ্বলন্ত বিড়ি। কিন্তু বাস্তবে তামাকের বিজ্ঞাপন করতে নারাজ আল্লু অর্জুন (Allu Arjun)। মোটা টাকার লোভ দেখিয়েও সিদ্ধান্ত থেকে নড়ানো গেল না পুষ্পাকে। কারণ তিনি তামাকজাত পণ‍্যের বিজ্ঞাপন করলে নাকি ভুল বার্তা যাবে অনুরাগীদের কাছে।

খবর বলছে, এক নামী তামাকজাত পণ‍্য উৎপাদনকারী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লু অর্জুনকে। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই সে প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা। আসলে পর্দায় অভিনয়ের জন‍্য ধূমপান করতে হলেও বাস্তব জীবনে তামাক ছুঁয়েও দেখেন না আল্লু। তাই তিনি চান না অনুরাগীদের কাছেও কোনো ভুল বার্তা যাক।

pushpa trailer teaser 1200
বরং বদভ‍্যাস ছেড়ে ভাল অভ‍্যাস তৈরি করার দিকে জোর দিচ্ছেন আল্লু অর্জুন। যেমন বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা মূলক বিভিন্ন কাজ করার জন‍্য নিজের ভক্তদের উৎসাহ দিচ্ছেন অভিনেতা। তাঁর এই কাজে একদিকে যেমন প্রশংসা হচ্ছে তেমনি একটি প্রশ্নও উঠে আসছে স্বাভাবিক ভাবেই। অনুরাগীদের কাছে ভুল বার্তা যাবে বলে তামাকের বিজ্ঞাপনে না করে দিলেন আল্লু অর্জুন। কিন্তু পুষ্পা ছবিতে তাঁকে যে ধূমপান করতে দেখা গেল তাতে কোন বার্তা গেল ভক্তদের কাছে?

সম্প্রতি গাড়ির কাঁচ কালো কালো রাখার জন‍্য চালান গুনতে হয়েছে আল্লুকে। তাঁর বিলাসবহুল ল‍্যান্ড রোভার রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি গাড়িটির কাঁচ কালো রাখার জন‍্য জরিমানার মুখে পড়েছেন আল্লু।

উল্লেখ‍্য, ভারতে গাড়ির কাঁচে কালো ফিল্ম ব‍্যবহার করা বেআইনি। তবুও নিয়ম ভেঙে অনেকেই ব‍্যক্তিগত গাড়ির কাঁচ কালো রাখেন। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরে এই ট্রাফিক আইন কড়া ভাবে লাগু রয়েছে। যদিও অনেকেই সে আইন মানেন না।

সাম্প্রতিক উদাহরণ আল্লু অর্জুন। হায়দ্রাবাদ পুলিস অতি সক্রিয় হয়ে ওঠায় বিপাকে পড়েন তিনি। জানা যাচ্ছে, গাড়ির কাঁচে কালো ফিল্ম ব‍্যবহার করার জন‍্য ৭০০ টাকা জরিমানা দিতে হয়েছিল অভিনেতাকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর