বক্স অফিসে অপ্রতিরোধ‍্য ‘পুষ্পা’, বলিউডে পা রাখার জন‍্য তৈরি আল্লু অর্জুন

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণ ভারতীয় ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ‍্যে উন্মাদনা বরাবরই ছিল। কিন্তু সাম্প্রতিক কালে আল্লু অর্জুন (allu arjun) ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা’ যে পরিমাণ সাফল‍্য পেয়েছে তা বাস্তবিকই কল্পনার বাইরে। তেলুগু ছাড়াও হিন্দিতে ডাবিং করা হয়েছিল এই ছবির। আল্লুর এই প্রথম কোনো ছবি হিন্দিতে ডাবিং হওয়ার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম বলেই ছক্কা মেরেছেন তিনি।

এতদিন পর্যন্ত তাঁর ছবিগুলির হিন্দি সংষ্করণ দেখা যেত শুধুমাত্র টিভিতে। ব‍্যাপক টিআরপি উঠত সেখান থেকে। তারপরেই এই পরিকল্পনা মাথায় আসে অভিনেতার। এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডে অভিনয়ের জন‍্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। শুধু অপেক্ষা ভাল চিত্রনাট‍্যের। মুম্বইয়ের পরিচালকদের আমন্ত্রণ জানিয়েছেন আল্লু অর্জুন।

pushpa trailer teaser 1200
সিঙ্গল স্ক্রিন গুলিতে খুবই ভাল ব‍্যবসা করেছে পুষ্পা। ক্রিসমাসের মতোই দশম দিনেও ১০ থেকে ১২ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। উল্লেখ‍্য, মুক্তির পরপরই কিন্তু কড়া প্রতিপক্ষের মুখে পড়তে হয়েছিল  পুষ্পাকে। হলিউডে ‘স্পাইডার ম‍্যান: নো ওয়ে হোম’, বলিউডে ‘৮৩’ এবং তেলুগুতে আরো একটি ছবি ‘শ‍্যাম সিংহ রয়’ এর সঙ্গে প্রতিযোগিতা করেই এমন ভাল পারফরম‍্যান্স করেছে পুষ্পা।

স্পাইডার ম‍্যানের বাজেট ছিল ২০০০ কোটি টাকা। সেখানে ২০০ কোটি টাকার বাজেট নিয়েই হলিউডি ছবিকে সমানে সমানে টক্কর দিয়েছে পুষ্পা। অভিনেতা বলেন যে তিনি জানেন বলিউডে তাঁর ছবির বেশ ভাল রকম চাহিদা আছে। টিভিতে তাঁর ছবি হিন্দি সংষ্করণ বেরোলে বহু মানুষ দেখে। সবথেকে বেশি টিআরপি ওঠে তাঁর ছবি থেকে। সেখান থেকেই পুষ্পাকে হিন্দিতে ডাবিং করে হলে মুক্তি দেওয়ার ভাবনা। আল্লু অর্জুনের মতে, দর্শক এখন ভাল গল্পের খোঁজে রয়েছেন।

আন্তর্জাতিক মানের ছবি দেখতে পছন্দ করছেন তারা। ভাষা এখন আর কোনো বাধা নয়। কোন ছবিতে কোন তারকা রয়েছে সেটা না দেখে বরং ছবির গল্পের উপরে জোর দিচ্ছে দর্শকেরা। তিনি আরো বলেন, তেলুগু ভাষী দর্শকেরা যেভাবে ছবি দেখেন, হিন্দি ভাষী দর্শকেরা যেদিন সেই অনুপাতে ছবি দেখতে শুরু ক‍রবেন ভারতীয় ছবির ইন্ডাস্ট্রি সারা বিশ্বে সবথেকে বড় হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর