এমন ছবি করব না যেটা স্ত্রী-সন্তানের সঙ্গে বসে দেখতে না পারি, স্পষ্ট কথা ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুনের

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রির গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে আল্লু অর্জুনের (allu arjun) জনপ্রিয়তা। সৌজন‍্যে ‘পুষ্পা: দ‍্য রাইজ’। তেলুগু ছবিটি তোলপাড় ফেলে দিয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতে। আল্লুর অভিনয় দেশের বাইরে বিদেশিদেরও মুগ্ধ করেছে। তবে এই জনপ্রিয়তা যে খুব একটা নতুন ব‍্যাপার তাঁর কাছে, এমনটা কিন্তু নয়।

দক্ষিণের সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন। হিন্দি ভাষাভাষীদের মধ‍্যেও তাঁর যথেষ্ট নাম ছিল আগে। এখন সেটার মাত্রা আরো বেড়েছে শুধু। তবে শুধুই অভিনয়ের জন‍্য নয়। আল্লু অর্জুনের নম্র স্বভাবও তাঁর জনপ্রিয়তার অন‍্যতম কারণ। অনুরাগীদের সঙ্গে তাঁর নম্র আচরণ, মাটির কাছাকাছি থাকার প্রবণতা সকলেরই মনে জায়গা করে নিয়েছে।

allu arjun 55555
সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লুর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তারকা ও অনুরাগীদের মধ‍্যে কেমন সম্পর্ক রাখা উচিত? উত্তরে অভিনেতা বলেন, তাঁর অনুরাগীদের সঙ্গে খুবই ভাল সম্পর্ক। অনুরাগীরা তাঁর বর্ধিত পরিবারের মতো। আর পরিবার বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়েছে। ভক্তদের মনে যদি কোনো রকম আঘাত লাগে তার জন‍্যও তিনি নিজেকেই দায়ী মনে করবেন বলে জানান আল্লু।

অভিনেতার মতে, যাদের জন‍্য তিনি আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তাদের জন‍্য কমবেশি কিছু করতে পারলে নিজেকেই ধন‍্য মনে করেন তিনি। আল্লু স্পষ্ট জানান, তিনি যখনি কোনো মূলধারার ছবির প্রস্তাব পান, তখন আগে এটা নিশ্চিত করেন যেন ছবিটি দেখার সময় শিশু ও মহিলারা অস্বস্তিতে না পড়েন। তিনি বলেন, এমন কোনো ছবিতে তিনি কখনোই কাজ করবেন না যেটা তিনি নিজের স্ত্রী সন্তানের সঙ্গে বসে দেখতে না পারেন

Pushpa The Rise 1200by667
শোনা যাচ্ছে, দক্ষিণী পরিচালক অ্যাটলি নাকি ১০০ কোটি টাকার পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছেন আল্লুকে। সূত্রের খবর বলছে, অ্যাটলির আগামী ছবিটি সর্ব ভারতীয় ক্ষেত্রে বানানো হচ্ছে। তারই মুখ‍্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আল্লু অর্জুনকে। যার জন‍্য প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনস নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতাকে। এর আগে কাট্ঠি, ২.০, দরবারের মতো ছবির প্রযোজনা করেছে লাইকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর