বাংলাহান্ট ডেস্ক: করোনা পরবর্তী সময় থেকেই বিতর্ক জুড়েছে বলিউডের (Bollywood) সঙ্গে আর কমেছে দর্শকদের ভালবাসা। আর কে না জানে, দর্শকরা মুখ ফেরানো মানে কার্যত লক্ষ্মী চঞ্চলা হওয়া। বলিউডের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। প্রায় সব ছবিই ফ্লপ তো হচ্ছেই, উপরন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতারাও বলিউডে পা রেখে হারাচ্ছেন স্টারডম। এসব দেখেই এবার একটি বড় হিন্দি ছবির অফার ছাড়লেন আল্লু অর্জুন (Allu Arjun)।
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের আসন্ন ছবি ‘দ্য ইমমরট্যাল অশ্বত্থামা’র জন্য নাকি আল্লু অর্জুনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। মনে করা হচ্ছে, প্রভাস এর ‘আদিপুরুষ’ ছবির হাল দেখেই বলিউড থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন আল্লু।
সূত্রের খবর মানলে, দ্য ইমমরট্যাল অশ্বত্থামা ছবিটি একটি সুপারহিরো ঘরানার ছবি হতে চলেছে, যেখানে ভিএফএক্স এর একটা বড় ভূমিকা রয়েছে। আদিপুরুষ এর মতোই বড়সড় বাজেট নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। প্রথমে শোনা গিয়েছিল, ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে ভিকি কৌশলকে।
কিন্তু করোনা কালে বদলে যায় অনেক কিছুই। ছবির প্রযোজক বদলের সঙ্গে সঙ্গে বদলায় অভিনেতা অভিনেত্রীরাও। নয়া প্রযোজক এক সর্বভারতীয় মুখের খোঁজে ছিলেন যেহেতু ছবিটিও প্যান ইন্ডিয়া লেভেলেই বানানো হচ্ছে। এরপরেই প্রস্তাব যায় আল্লু অর্জুনের কাছে। হিন্দু পুরাণের একটা বড় ভূমিকা থাকছে এই ছবিতে। যেহেতু ভিএফএক্সের কাজ বেশি তাই ছবিটি তৈরি হতেও কিছুটা সময় লাগবে।
আল্লু অর্জুন নাকি প্রথমটায় বেশ আগ্রহই দেখিয়েছিলেন। কিন্তু তাল কাটে আদিপুরুষ মুক্তি পাওয়ার পরে। প্রভাস অভিনীত ছবির হাল সকলেই দেখেছেন। বাহুবলী খ্যাত দক্ষিণী সুপারস্টার বলিউডে এসে হাসির পাত্রে পরিণত হয়েছেন। উল্লেখ্য, আদিপুরুষ এবং দ্য ইমমরট্যাল অশ্বত্থামার মধ্যে একাধিক মিল রয়েছে বলে খবর।
দুটি ছবিই পুরাণ নির্ভর এবং ভিএফএক্সের বড় ভূমিকা রয়েছে। তাই আদিপুরুষ এর হাল দেখেই নাকি এই ছবি থেকে সরে দাঁড়াতে চাইছেন আল্লু অর্জুন। এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় ভারতীয় ফিল্মস্টারদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। এমতাবস্থায় দ্য ইমমরট্যাল অশ্বত্থামার মতো একটি ছবির পেছনে কেরিয়ারের দু বছর দিতে ভরসা পাচ্ছেন না আল্লু। কারণ ছবিটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন তিনি।
এই মুহূর্তে ‘পুষ্পা ২’ এর শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন আল্লু অর্জুন। পাশাপাশি আরো বেশ কিছু ছবি রয়েছে তাঁর হাতে। ত্রিবিক্রম এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পাশাপাশি এস এস রাজামৌলির সঙ্গেও কাজ করতে চলেছেন আল্লু।