চাহিদা আকাশ ছোঁয়া, আল্লু অর্জুনকে পেতে ১০০ কোটি খরচ করছেন জনপ্রিয় পরিচালক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই ছেয়ে গিয়েছে আল্লু অর্জুনের (allu arjun) জলবা। ‘পুষ্পা: দ‍্য রাইজ পার্ট ওয়ান’ এর আশাতীত সাফল‍্যের পর আকাশ ছুঁয়েছে অভিনেতার চাহিদা। সমস্ত পরিচালক, প্রযোজকরাই চাইছেন তাঁকে নিজেদের ছবিতে কাস্ট করতে। দক্ষিণী পরিচালক অ্যাটলি নাকি ১০০ কোটি টাকার পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছেন আল্লুকে।

সূত্রের খবর বলছে, অ্যাটলির আগামী ছবিটি সর্ব ভারতীয় ক্ষেত্রে বানানো হচ্ছে। তারই মুখ‍্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আল্লু অর্জুনকে। যার জন‍্য প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনস নাকি ১০০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতাকে। এর আগে কাট্ঠি, ২.০, দরবারের মতো ছবির প্রযোজনা করেছে লাইকা।


দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আল্লুর জনপ্রিয়তা আগে থেকেই ছিল। এমনকি সর্বভারতীয় স্তরেও তিনি যথেষ্ট পরিচিত। কিন্তু ‘পুষ্পা’ সমস্ত হিসেব নিকেশ বদলে দিয়েছে। বলিউডের তাবড় প্রথম সারির তারকাদের টেক্কা দিয়েছেন আল্লু। করোনা পরিস্থিতির মধ‍্যেও ৩০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গিয়েছে পুষ্পা। শুধু কি অভিনয়? ছবিতে আল্লুর নাচের স্টেপগুলিও জনপ্রিয় হয়েছে। নাচ থেকে শুরু করে সংলাপ, পুষ্পা জ্বরে কাবু গোটা ভারত।

আল্লু অর্জুনের এই তেলুগু ছবির হিন্দি ভার্সনের জন‍্য প্রচার তেমন হয়নি বললেই চলে। অথচ বক্স অফিসে হিন্দি ভার্সনের ব‍্যবসা মাথা ঘুরিয়ে দিয়েছে বলিউডের। ২০২১ এ বেশিরভাগ বলিউড ছবিই ওই পরিমাণ ব‍্যবসা করতে পারেনি যতটা পুষ্পার শুধু হিন্দি ভার্সনে উঠেছে। সময় বদলাচ্ছে, আর সেটা যে দক্ষিণী ইন্ডাস্ট্রির অনুকূলে যাচ্ছে তা বলা বাহুল‍্য।

আর অভিনেতা তো বলেই দিয়েছেন, হিন্দি ছবিতে পা রাখার জন‍্য তিনি তৈরি। এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডে অভিনয়ের জন‍্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। শুধু অপেক্ষা ভাল চিত্রনাট‍্যের। মুম্বইয়ের পরিচালকদের আমন্ত্রণ জানিয়েছেন আল্লু অর্জুন।

X