ফের একবার বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টি

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত পশ্চিম বাংলার (West Bengal) আলিপুর আবহাওয়া (Weather) দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গ মোটামুটি শুকনো থাকছে। তবে সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

rain delhi
New Delhi: A man shields himself with an umbrella as heavy rains lash Delhi, on July 22, 2018. (Photo: IANS)

শহর কলকাতার আবহাওয়া থাকবে মোটের উপর রৌদ্রকরোজ্জ্বল।গতকাল কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশ। আজ কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা২৮ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৪৬ শতাংশ।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে,শীতের মত এবার গরমের দাপটও থাকবে বেশী। উত্তর ও উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়ার পূর্বাভাস রয়েছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন একটা হেরফের হবে না।

২০২০ সালে মার্চ থেকে মে অবধি এই তিন মাসের তাপমাত্রা গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটি জেলায়ও গরম বাড়তে পারে। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে।


সম্পর্কিত খবর