বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল 2016 সালের অক্টোবর মাস থেকে টেস্ট ক্রিকেটে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছিল। কিন্তু এই লকডাউনের মধ্যেই খারাপ খবর এল টিম ইন্ডিয়ার জন্য। প্রায় চার বছর পর আইসিসির সিংহাসনচ্যুত হল ভারতীয় ক্রিকেট দল। শুধু সিংহাসনচ্যুতই নয় সেই সাথে র্যাঙ্কিংয়ে মগডাল থেকে একেবারে তিন নম্বরে নেমে গেল ভারতীয় ক্রিকেট দল। এক নম্বরে উঠে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস চলছে এরই মধ্যে আইসিসি প্রকাশ করেছে নতুন র্যাঙ্কিংয়। টেস্টে 116 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। 115 রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। অপরদিকে দুই রেটিং পয়েন্ট খুইয়ে 114 পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া।
অপরদিকে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টিতেও শীর্ষস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 27 মাস ধরে টি-টোয়েন্টিতে এক নম্বর স্থান দখল করেছিল পাকিস্তান দল, কিন্তু তাদের সরিয়ে টি-টোয়েন্টিতেও শীর্ষস্থানে উঠে এল অস্ট্রেলিয়া, টিটোয়েন্টিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। ওয়ানডে ক্রিকেটে শীর্ষে ইংল্যান্ড, দুই নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অপরদিকে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে শীর্ষস্থানে থাকলেও ওয়ানডেতে পাঁচ নম্বরে নেমে গিয়েছে অজিরা।