মা লক্ষ্মীর বাহন হলেও, বাড়িতে পেঁচার বসা শুভ অশুভ ইঙ্গিতবাহী! জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্কঃ পেঁচা (owl) মা লক্ষ্মীর (lakshmi) বাহন হলেও, অনেকে কিন্তু পেঁচা দেখলে ভয় পান। আবার অনেকের চোখে মুখে ফুটে ওঠে খুশির ঝলক। তবে এই পেঁচার কিন্তু শুভ অশুভ দুটো দিকই রয়েছে। পুরাণ মতে জেনে নিন পেঁচার কিছু শুভ অশুভ ইঙ্গিত।

01 1544001602

সকালের দিকে যদি পূর্ব দিক থেকে পেঁচার ডাক শোনা যায়, তাহলে ধন সম্পদ বৃদ্ধি পায়।

কোন ব্যক্তি একবার যদি পেঁচার দৃষ্টি পেয়ে যান, তাহলে তিনি হঠাৎ করেই প্রচুর অর্থ পেয়ে যাবেন।

da44282fa6d9204862cb5a55a5696017

আপনার চারপাশে পেঁচার উপস্থিতি বারংবার দেখতে পেলে, বুঝবেন মা লক্ষ্মী আপনার উপর সদয় হয়েছেন।

পেঁচার ডাক অশুভ ইঙ্গিতবাহী।

কোন বাড়ির ছাদে বসে পেঁচা ডাকলে, সেই পরিবারের কোন এক সদস্যের মৃত্যু সংবাদ বয়ে আনে।

owl BG20180207081053

কোন রোগগ্রস্থ ব্যক্তি সংস্পর্শে পেঁচা এলে, কিংবা তাঁর উপর দিয়ে উড়ে গেলে, সেই ব্যক্তির রোগ মুক্তি ঘটে।


Smita Hari

সম্পর্কিত খবর