বাংলাহান্ট ডেস্কঃ মানুষের মনোবলই আসল শক্তি, শারীরিক অক্ষমতা কোনরকম বাঁধা হতে পারে না। ভোপালের (Bhopal) এক সাহসী মেয়ে আবারও এই বিষয়কে সত্যি প্রমাণ করে দেখাল। শরীর কখনই মানুষের সাফল্যের বাঁধা আনতে পারে না। মনের জোর এবং অদ্যম্য ইচ্ছা শক্তির দ্বারাই মানুষ অনেক কঠিন কাজে অনায়াসেই সফলতা আনতে পারে।
শারীরিক প্রতিবন্ধকতা কোন বাঁধা নয়
ভোপালের ৩২ বছর বয়সী পুনম (Poonam) কিন্তু নিজের শারীরিক অক্ষমতাকে কাটিয়ে উঠে, জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। অনেক বাঁধা বিপত্তি, প্রতিকূল পরিবেশকে অতিক্রম করে, আজও সে তাঁর লক্ষ্যে স্থির রয়েছে। তাঁর উচ্চতা মাত্র ২.৮ ফুট। তা সত্ত্বেও এই প্রতিবন্ধকতাকে জয় করে আজ সে জীবনে সফল।
তৈরি করেছেন নিজেকে
ছোট থেকে পুনমের শারীরিক বিকাশ একটা সময়ের পর থমকে দাঁড়ায়। পরবিবারের লোকজন তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গেলে, পরীক্ষা মারফত জানা যায়, সে অস্টিওজেনেসিস রোগে আক্রান্ত। এত বড় একটা দুঃসংবাদ পাওয়ার পরও কিন্তু ভেঙ্গে পড়েনি সে। নিজের মনোবলকে শক্ত করে লড়াই করে গেছে চারপাশের পরিবেশের সঙ্গে। ভোপালের এক কেন্দ্রিয় বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ফিনান্স নিয়ে এমবিএ করেন। এরপর পুনম ডিস্টেন্স লার্নিং থেকে এইচআর পড়াশোনাও করেছেন।
সফলতার বর্ণনা
জীবনে চলার পথের বিভিন্ন বাঁধা বিঘ্নকে অতিক্রম করে, শারীরিক অক্ষমতাকে অগ্রাহ্য করেই সে এগিয়ে গেছে। নিজের যোগ্যতাবলে একটি কোম্পানির ডেপুটি ম্যানেজার পদ লাভ করে পুনম। কিন্তু সর্বদাই নতুন কিছু করতে উদ্যত থাকত পুনম। নিজের মত আরও যারা রয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে চেয়েছিল পুনম। সেই কারণে কিছুপর চাকরি ছেড়ে দিয়ে, ২০১৪ সালে নিজস্ব এনজিও ইউদীপ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সূচনা করেন।
পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও
নিজের ক্ষমতা বলে আজ পুনমের এই এনজিও তিনটি আলাদা আলাদা শাখায় বিভক্তও হয়েছে। গ্রামের মহিলাদের নিয়ে ১৫ জন করে একটি দলও গঠন করেছে। মহিলাদের সেখানে পড়াশুনা সেখানোর পাশাপাশি তাঁদের হাতের কাজ যেমন কাজগের ব্যাগ এবং অন্যান্য জিনিস বানানোও শেখানো হয়। পুনম নিজের এই সাহসিকতা এবং অদম্য ইচ্ছা শক্তির জেরে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে পুরস্কারও পেয়েছন।