লিয়েন্ডার পেজের পর আরও এক তারকা যোগ, গোয়ায় তৃণমূলে নাম লেখালেন বিখ্যাত ফুটবলার

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী দখলের স্বপ্নে বিভোর তৃণমূল শিবিরের এখন লক্ষ্য গোয়া। সেখানে দুদিনের সফরেও গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানেই কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো (alvito d cunha)।

কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল, এবার হয়ত তৃণমূলের হাত ধরতে পারেন অ্যালভিটো ডি কুনহা। এমনকি ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনের পর একবার তৃণমূল নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন অ্যালভিটো ডি কুনহা। আর এবার সেই জল্পনা সত্যি হল।

039bc6bfe997047ab94c41d7c65b11eb original

এদিন কিম শর্মাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভায় পানাজিতে আসেন লিয়েন্ডার পেজ। তারপর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে তাঁর হাত ধরেই অ্যালভিটো ডি কুনহা হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা। কংগ্রেস ছেড়ে নাম লেখালেন তৃণমূলের খাতায়।

ইতিমধ্যেই কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো। সবুজ শিবিরে নাম লেখাতেই দল তাঁকে দিয়েছে বড় দায়িত্ব। আবার মুখ্যমন্ত্রীর পূর্বের গোয়া সফরে তৃণমূলে যোগ দিয়েছেন কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)।

এই স্বনামধন্য তারকাকে দলে পেয়ে তাঁকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমার ছোট ভাইয়ের মতো লিয়েন্ডার। যুবকল্যাণ মন্ত্রী থাকার সময় থেকেই আমি ওকে চিনি। বর্তমানে ও তৃণমূলে যোগদান করায়, আমি খুবই খুশি’।

দিল্লীত জয়ের লক্ষ্যে এগিয়ে ধীরে ধীরে ত্রিপুরা, গোয়ায় নিজেদের ঘাঁটি শক্ত করতে বদ্ধ পরিকর তৃণমূল শিবির। পাশাপাশি বেশ কিছু রাজ্যেও সবুজ আভা ছড়য়ে দেওয়ার প্রচেষ্টা চলছে জোর কদমে।


Smita Hari

সম্পর্কিত খবর