ইতালিতে বিনা কারণে বাড়ি থেকে বের হওয়ার জন্য ৩০০ ইউরো বা প্রায় ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে : ইতালি সরকার

Published On:

চীনের (China) উহান (Wuhan) শহরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (Corona Virus) এখন নতুন ঠিকানা হল ইরান (Iran)। চীনের পর এবার ইরানে আর ইতালিতে  ব্যপকহারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। পশ্চিম এশিয়াতে করোনা ভাইরাসে এখনও অবধি ৭২০ র বেশি মামলা সামনে এসেছে।করোনার ভাইরাসের কারণে ১০০০ এরও বেশি এবং সংক্রামিত রোগীদের ১৫,০০০ এরও বেশি সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে তখন ইতালি সরকার অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে।

এই মুহুর্তে ইতালিতে বিনা কারণে বাসা থেকে বের হওয়ার জন্য ৩০০ ইউরো বা প্রায় ২৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে।    ইতালিতে করোনার বিরুদ্ধে রক্ষার জন্য সরকার চরম কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রত্যেককে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়।কিছুদিন আগে চীনের উহানে আটকে থাকা ভারতীয় শুধু নয়, বিদেশিদেরও বিমান মারফৎ ফিরিয়ে এনেছিলেন নরেন্দ্র মোদী। যার মধ্যে বাংলাদেশ (Bangladesh), মায়নমার, মালদ্বীপ (Maldives), দক্ষিণ আফ্রিকা, আমেরিকা (America) এবং মাদাগাস্কারের বহু অধিবাসী ছিলেন।চীনে মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাস সমগ্র পৃথিবীতে ৮৫ হাজারেরও বেশি মানুষকে আক্রান্ত করেছে। অহেতুক ঘোরাঘুরির জন্য লোকদের উপরও ভারী জরিমানা করা হচ্ছে।কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রালয় তাঁদের নাগরিকদের জানায়, সম্ভব হলে দক্ষিণ কোরিয়া, ইতালি (Italy), ইরানে না যেতে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই দেশের আধিকারিকরা এই বিষয়ে কথাবার্তা বলবেন। ইতালি এবং ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে করোনা আতঙ্ক থেকে মুক্ত করবেন।

আর এর মধ্যে এই ভাইরাসের কনো ওষুধ না বের হোয়ায় পরীক্ষার ল্যাবে প্রচুর চাপ রয়েছে, কারন বিজ্ঞানীরা চেস্টা চালাচ্ছেন দিন রাত। কিন্তু এখনো পর্যন্ত অনেক লোক যারা ওখানে আটকে আছেন, সেই সব লোকেরা ভারতে ফিরতে পারছে না। তবে ইতালিতে যেই ব্যবস্থা নেওয়া হয়েছে তা একদিকি থেকে খুব ভালো। আর দেশের মানুষের জন্য সচেতন হোয়ার পক্ষেও ভালো।

 

সম্পর্কিত খবর

X