নিজের ছাত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে জামা মসজিদে ধর্মান্তকরণ করাতে গিয়ে ধরা পড়ল যুবক!

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মেরঠের শাস্ত্রী নগরের ব্যবসায়ীর মেয়েকে কোচিং পড়ানো টিচার অমন প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তকরণের জন্য তাঁকে দিল্লী নিয়ে গিয়েছিল। দিল্লীর জামা মসজিদে ছাত্রীর ধর্মান্তকরণ করত শিক্ষক। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার আগে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নেয় আর মেয়েটিকে উদ্ধার করে।

শাস্ত্রী নগরের ব্যবসায়ীর মেয়ে কোচিং সেন্টারে পড়তে যেত। সেখানে তাঁকে পড়ানো শিক্ষক অমন নিজের প্রেমের জালে মেয়েটিকে ফাঁসিয়ে নেয় আর তাঁর বন্ধুদের সাথে মেয়েটিকে দিল্লী পাঠিয়ে দেয়। এই মামলা নিয়ে মঙ্গলবার হিন্দু সংগঠন আর বজরং দলের কর্মীরা নৌচন্দি থানায় হাঙ্গামা করে। এরপর পুলিশ তখন অভিযোগ দায়ের করে অভিযুক্ত অমনকে গ্রেফতার করে নেয়।

অভিযুক্তের নির্দেশানুসারে মেয়েটিকে দিল্লী থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, দিল্লীর জামা মসজিদে মেয়েটির ধর্মান্তকরণ করাতে চেয়েছিল অমন।

হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি সচিন সিরোহি বলেন, ফেসবুক আর ট্যুইটারে মাধ্যমে অন্য ধর্মের মেয়েদের বারবার ম্যাসেজ পাঠিয়ে তাঁদের সাথে বন্ধুত্ব করা হয়। এরপর বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হলে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দেওয়া হয়। ফেসবুক আর ট্যুইটার ছাড়া কোচিং সেন্টারেও এখন মেয়েদের সতর্কতা অবলম্বন করতে হবে। শাস্ত্রী নগরের ব্যবসায়ীর মেয়েকে উদ্ধার করার জন্য নৌচন্দি থানার পুলিশকে ধন্যবাদ জানায় হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি।

পড়ুয়ার বয়ানের পর পুলিশ অপহরণের ধারায় মামলা দায়ের করে নেয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। পুলিশের তরফ থেকে জানানো হয় যে, অভিযুক্ত অমনের ভাইও স্কুলে শিক্ষকতা করায়, তাঁরও তদন্ত করা হবে। CO সিভিল লাইন দেবেশ সিংহ বলেন, পড়ুয়ার বয়ান দায়ের করে তাঁকে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর