বাংলাহান্ট ডেস্কঃ মাত্র এক বছর আগেই জাঁকজমক ভাবে রবীন্দ্র সদনে পালিত হয়েছিল অমলা শঙ্করের (amala shankar) শতবর্ষ। ১০১ বছরে নক্ষত্রলোকের পথে পারি দিলেন উদয় শঙ্কর জায়া। অমলা শঙ্করের মৃত্যু ভারতীয় ধ্রুপদী নৃত্য ঘরানার আরো একটি প্রজন্মের সমাপ্তি।
আজ সকাল ৯ টা নাগাদ শিল্পীর নাতনি শ্রীনন্দা শঙ্কর সামাজিক মাধ্যমে তার প্রয়ানের খবর জানান। এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারন জানা না গেলেও বার্ধক্য জনিত সমস্যা বলে মনে করা হচ্ছে। তার প্রয়ানে শোকস্তব্ধ গোটা দেশ।
https://m.facebook.com/story.php?story_fbid=3137425856353743&id=349590795137277https://m.facebook.com/story.php?story_fbid=3137425856353743&id=349590795137277&sfnsn=wiwspwa&extid=7T484OcFIZdGjLF7
১৯১৯ সালের ২৭ জুন জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় নৃত্যশিল্পী। প্যারিসে ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে মাত্র ১১ বছর বয়সে অংশ গ্রহণ করেন। সেখানেই আলাপ হয় ভারতীয় ধ্রুপদ নৃত্যের অন্যতম কাণ্ডারী উদয় শঙ্করের সাথে। উদয় শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন তিনি। ১৯৪২ সালে এই জনপ্রিয় নৃত্যজুটি পরিণয় বন্ধনে আবদ্ধ হন।
উদয় শঙ্কর – অমলা শঙ্কর জুটি সারা বিশ্বের নৃত্যমোদীদের মনে স্থান করে নিয়েছে। ভারতীয় নৃত্যকে তার পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। তার এক পুত্র ও এক কন্যা। পুত্র আনন্দ শঙ্কর ছিলেন কাকা রবি শঙ্করের মতই ধ্রুপদী সংগীত শিল্পী। কন্যা মমতা শঙ্কর ও পুত্রবধূ তনুশ্রী শঙ্কর তাদের নৃত্যের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। মমতা শঙ্কর চলচ্চিত্র জগতে অভিনেত্রী হিসাবেও অত্যন্ত জনপ্রিয় একটি নাম।