‘হিজাব অনিবার্য নয়, সংবিধান মেনে চলুন”, নামাজের আগে মুম্বইয়ের মসজিদ থেকে শান্তির বার্তা

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটক হিজাব বিতর্ক নিয়ে তোলপাড় গোটা দেশ। এই বিতর্ক এতটাই বেড়ে গিয়েছে যে, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্য স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে কর্ণাটক হিজাব মামলা। আর এরই মধ্যে মুম্বাইয়ের প্রধান জামা মসজিদ সম্প্রীতির উদাহরণ দিয়ে এক নজিরবিহীন কাজ করল। শুক্রবার জুম্মার নামাজের আগে মুম্বাইয়ের সেই মসজিদ থেকে শান্তির বার্তা দেওয়া হয়।

জুমার নামাজের মসজিদে জন্য আসা হাজার হাজার মানুষকে নামাজের আগে বলা হয়, তারা যেন আইনের প্রক্রিয়ায় এগিয়ে যান, অহেতুক ইস্যু না বাড়ায় এবং শান্তির বার্তা দেয়। চলমান বিতর্কের অংশ হওয়া এড়াতে আরবি ও হিন্দি উভয় ভাষায় এই ঘোষণা করা হয়।

   

সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মসজিদের মুফতি আশফাক বলেন, হিজাবের বিষয়টি বড় নয় আইন যা বলে তা পালন করতে হবে। যা ঘোষণা করা হয়েছে তা একেবারে সঠিক এবং আমরা এটিকে সম্মান করি। এমতাবস্থায় মসজিদের মুফতি আশফাক সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, হিজাব কখনোই কোনো বিষয় নয় এবং কোথাও লেখা নেই যে হিজাব পরা বাধ্যতামূলক।

তিনি বলেন, “যেভাবে প্রতিবাদ হচ্ছে তা ঠিক নয়, আইন রয়েছে, সংবিধান রয়েছে তা মেনে চলুন। এজন্য আমরা প্রতিনিয়ত শান্তির বার্তা দিয়ে যাচ্ছি, কাউকে হিজাব পরতে বা খুলে দিতে বাধ্য করা যাবে না। মুফতি বলেন, স্কুলের নিজস্ব নিয়ম-কানুন আছে, সেগুলো মেনে চলুন, কারণ ভারতে অনেক মানুষ বাস করে, প্রত্যেকের নিজস্ব অনুভূতি আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর