কুস্তিতে ব্রোঞ্জ জয় আমানের, শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন বলি সেলেবরা?

২১ বছর বয়সী কুস্তিগীর আমান সেহরাওয়াত (Aman Sehrawat) প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতকে গর্বিত করেছেন। এই বছর অলিম্পিকে অভিষেক হওয়া সেহরাওয়াত (Aman Sehrawat) ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর মাধ্যমেই আমান ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক পদক জয়ী হয়েছেন। আমান সেহরাওয়াতের অলিম্পিক জয় উদযাপন করছে গোটা দেশ। রণবীর সিং, কারিনা কাপুর, মীরা রাজপুত এবং রণদীপ হুডা সহ অনেক বলিউড সেলিব্রিটিও আমানকে তাঁর অলিম্পিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে আমানকে অভিনন্দন জানিয়েছেন করিনা কাপুর। এর সঙ্গে অভিনেত্রী লিখেছেন, “অভিনন্দন আমান সেহরাওয়াত” মীরা রাজপুত তার ইনস্টাগ্রাম স্টোরিতে আমানের একটি ছবি পোস্ট করে বলেছেন, ‘মেডেলটা বাড়িতেই আসছে। আমান সেহরাওয়াত।’ রণবীর সিং তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অলিম্পিক থেকে আমান সেহরাওয়াতের একটি ছবি শেয়ার করেছেন।

   
Aman Sehrawat

আমান সেহরাওয়াত (Aman Sehrawat) প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতকে গর্বিত করেছেন

রণবীর তাঁকে “হরিয়ানার সিংহ” বলে অভিহিত করেছেন এবং একটি তিরঙ্গা ইমোজি যোগ করেছেন। দীপিকা পাডুকনও তাকে উৎসাহিত করতে অ্যাথলিটের একটি ছবি শেয়ার করেছেন। বলিউডের প্রবীণ অভিনেতা রাজ বব্বরও তাঁর এক্স অ্যাকাউন্টে আমানের অলিম্পিক জয়ে আনন্দ প্রকাশ করেছেন। রাজ বব্বর লিখেছেন, “যদি তুমি কুস্তিতে বাজি ধরো, তাহলে অবশ্যই একটি পদক পাবে। ভারতের হয়ে আরেকটি পদক জিতে তা আবার প্রমাণ করলেন আমান সেহরাওয়াত। অনেক অভিনন্দন আমান! তোমার সংগ্রামের গল্প আশ্চর্যজনক। ভারত ২০০৮ সাল থেকে প্রতিটি অলিম্পিকে কুস্তিতে পদক জিতেছে – হরিয়ানা প্রতিবারই এক নম্বর দেশ!”

রণদীপ হুডা তার X অ্যাকাউন্টে অলিম্পিক ২০২৪ থেকে আমানের অনেক ছবি শেয়ার করেছেন। আর লিখেছেন, “অবশেষে একজন কুস্তিগীর, আমান সেহরাওয়াত!! কুস্তিতে প্রথম এবং একমাত্র পদক, সর্বকনিষ্ঠ ব্যক্তিগত পদক, প্যারিস ২০২৪ অলিম্পিক।” ২০২৪ সালের অলিম্পিকে আমান সেহরাওয়াতের ব্রোঞ্জ জয়ে খুশি রিতেশ দেশমুখও। আমানকে তার X অ্যাকাউন্টে অভিনন্দন জানিয়ে রিতেশ লিখেছেন, “অভিনন্দন, আমান সেহরাওয়াত!!! ভারতের জন্য আরেকটি ব্রোঞ্জ পদক!!”

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর