ফের দুঃসংবাদ, আচমকাই প্রিয়জনকে হারিয়ে শোকাহত অমিতাভ বচ্চন

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার শোকের ছায়া বিনোদন জগতে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকার পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ চিত্রনাট্যকার প্রয়াগ রাজ শর্মা (Prayag Raj Sharma)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘ কেরিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন একাধিক কালজয়ী সিনেমা। ‘অমর আকবর অ্যান্টনি’, ‘ধরম বীর’ -মতো একাধিক ছবিতে স্ক্রিনপ্লে লেখকের মৃত্যুতে শোকাহত গোটা দেশ ৷

এইদিন প্রয়াগ রাজ শর্মার মৃত্যুর পর তার ছেলে আদিত্য জানিয়েছেন, গত ১০ বছর ধরেই হৃদরোগ ও বার্ধক্যজনিত ভুগছিলেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর বিকাল ৪ টা নাগাদ বান্দ্রায় তার নিজস্ব বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে কত তাবড় তাবড় তারকার সাথে স্মৃতি তৈরি করেছেন তার ইয়ত্তা নেই। কাজ করেছেন ধর্মেন্দ্র-জিতেন্দ্রে থেকে শুরু করে অমিতাভ, কমল হাসান, রজনীকান্ত সকলের সাথেই।

অনেকেই হয়ত জানেননা যে, ‘চাহে কই মুঝে জঙ্গলি কহে’_গানটি এই কিংবদন্তি তারকারই। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ‘কুলি’ ছবির জনপ্রিয় গানেও তিনিই সুর দিয়েছেন‌। গানের পাশাপাশি ছবি পরিচালনা, চিত্রনাট্য লেখা, সংলাপ লেখা সবেতেই ছিল তার সমান দক্ষতা। অমিতাভ বচ্চন, রজনীকান্ত এবং কমল হাসান-অভিনীত ‘গেরাফতার’ তাঁর কলমেই লেখা। তার লেখা শেষ চিত্রনাট্য হল অপ্রকাশিত ‘জামানত’।

prayag raj. x

এহেন কিংবদন্তি তারকাকে হারিয়ে শোকে বিহ্বল সবাই। এইদিন প্রয়াগ রাজের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন খোদ বিগ বি। প্রয়াত গায়কের প্রতি সম্মান জানিয়ে তিনি লিখেছেন, ‘গত সন্ধ্যায় আমরা আমাদের মহান চলচ্চিত্র শিল্পের আরেকটি স্তম্ভকে হারিয়েছি৷’ অনিল কাপুর লিখেছেন, ‘প্রয়াত প্রয়াগ রাজকে হারিয়ে আমি সত্যিই দুঃখিত। তার সঙ্গে ‘হেফাজত’-এ কাজ করাটা একটা সৌভাগ্যের বিষয়। তার আত্মা শান্তিতে থাকুক’৷

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর