স্পিকার থেকে হেডফোন, বিশ্ব কাঁপাচ্ছে এই সাউন্ড সিস্টেম কোম্পানি! নেপথ্যে কিন্তু বাঙালিই! চেনেন?

বাংলাহান্ট ডেস্ক : স্পিকার হোক কিংবা হেডফোন, সারা পৃথিবীতে বোস কর্পোরেশনের সাউন্ড সিস্টেমের জনপ্রিয়তা গগনচুম্বী। তবে অনেকেই হয়ত জানেন না এই বিশ্ব বিখ্যাত সাউন্ড সিস্টেম কোম্পানির সূচনা হয়েছিল এক বাঙালি ইঞ্জিনিয়ারের হাত ধরে। অমরগোপাল বোসের (Amar Bose) বাবা ননীগোপাল বোস ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী।

অমরগোপাল বোসের (Amar Bose) বেনজির কীর্তি

ব্রিটিশদের অত্যাচারে তিনি পাড়ি জমান আমেরিকায়। সেখানেই জন্ম হয় অমরগোপাল বোসের (Amar Bose)। ১৯২৯ সালের ২ নভেম্বর আমেরিকার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় জন্ম অমরগোপাল বোসের। সেখানেই শৈশব কাটে তাঁর। অডিও সরঞ্জাম নিয়ে ছোট থেকেই বেশ আগ্রহ ছিল অমরগোপালের।

1000140352

হাত খরচের জন্য ফিলাডেলফিয়ার একটি রেডিও মেরামতির দোকানে কাজও করেন কিছুদিন। তারপর বন্ধুদের নিয়ে নিজেই খুলে ফেলেন দোকান। একই সাথে চালিয়ে গিয়েছেন পড়াশুনা। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর সেখান থেকে অমরগোপাল (Amar Bose) PHD সম্পন্ন করেন।

আরোও পড়ুন : ‘কালীপুজোয় ওত গয়না দিয়ে আর মাকে নিজে হাতে সাজাব না’, জানিয়ে দিলেন অনুব্রত, কারণ কী?

পঞ্চাশের দশকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করার সময় অমরগোপাল একটি হাই এন্ড স্টিরিও স্পিকার কেনেন। তবে সেই স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটেও ভালো লাগেনি তাঁর। এরপর অমরের উৎসাহী মন উন্নত মানের সাউন্ড সিস্টেম তৈরির জন্য গবেষণা শুরু করে দেয়। শব্দের প্রতিফলনের তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে তৈরি করে ফেলেন নতুন সাউন্ড সিস্টেমের ম্যাপ।

তারপর ১৯৬৪ সালে জন্ম নেয় বোস কর্পোরেশন। সংস্থার প্রথম সাউন্ড সিস্টেমটি জনপ্রিয়তা না পেলেও, ১৯৬৮ সালে বাজারে আসা  ‘বোস ৯০১ ডিরেক্ট/রিফ্লেক্টিং’ স্পিকার আলোড়ন ফেলে দেয়। সেই শুরু। তারপর ধীরে ধীরে সাউন্ড সিস্টেমের জগতে রীতিমত বিপ্লব ঘটিয়ে ফেলে বোস। এই বাঙালির তৈরি বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম ও হেডফোন গোটা পৃথিবীতেই পেয়েছে সফলতা ও প্রসিদ্ধির তুমুল মাত্রা।

Amar Bose

ম্যাসাচুসেটসে ২০১৩ সালের ১২ জুলাই জীবনাবসান হয় এই কীর্তিমান বাঙালির। সংস্থার দায়িত্ব সামলানোর পাশাপাশি দক্ষতার সাথে এমআইটি-তে ৪৫ বছর ধরে অধ্যাপনার কাজ করেছেন অমরগোপাল। একদিকে গবেষণা, অন্যদিকে সাউন্ড সিস্টেমের বাজারে বিপ্লব, সব মিলিয়ে শব্দের ইতিহাসের পাতায় বহু আগেই ‘অমরত্ব’ লাভ করেই নিয়েছিলেন বঙ্গসন্তান অমরগোপাল বোস (Amar Bose)।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর