বাংলা হান্ট ডেস্ক : আগামী ১জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।যাত্রাপথে নিয়োগ থাকছে সেনা,আধাসেনা,বিএসএফ।তীর্থযাত্রীদের নিরাপত্তা ও তাদের ওপরে লাগাতার নজর রাখার জন্য ব্যবহার করা হচ্ছে একটি বিশেষ কার্ড। সেটি যাত্রাপথে অন্তত ৫ জায়গায় সোয়াইপ করতে হবে তীর্থযাত্রীদের।
এবছর অমরনাথে যাচ্ছেন কমপক্ষে তিন লাখ তীর্থযাত্রী। যাত্রাপথে নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে ৪৫,০০০ নিরাপত্তাকর্মীকে।জানা যাচ্ছে প্রতিটি তীর্থযাত্রীর ওপরে নজর রাখা হবে একটি কার্ডের মাধ্যমে।এছাড়াও বসানো হয়েছে কার্ড রিডার।
স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, ওই কার্ডের মাধ্যমে কোনও তীর্থযাত্রীর প্রকৃত অবস্থান জানা যাবে। এতে তাদের নিরাপত্তা অনেক বেশি সুনিশ্চিত করা যাবে।