বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসেছিলেন অমর্ত্য সেন। সেখানে তিনি বলেন ‘জয় শ্রী রাম’ বাঙালির সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত নয়। এমনকি তিনি আরো বলেন যে এই স্লোগানকে হাতিয়ার বানিয়ে উদ্দেশ্য পূর্ণ ভাবে বেশ কিছু মানুষকে হেনস্থা করা হচ্ছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজধানী হয়েছে বিজেপির, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মানুষের মুখে মুখে জয় শ্রী রাম। এই স্লোগান বিশেষত ব্যবহার করা হচ্ছে তৃণমূল সরকারের বিরোধিতা করতেই। এতে বেশ আশঙ্কিত অমর্ত্যবাবু। তিনি বলেন, ‘বাঙালির সঙ্গে মা দুর্গা অঙ্গাঙ্গীভাবে জড়িত। জয় শ্রী রাম নয়। বাঙালির সঙ্গে মানানসই নয় এই জয় শ্রী রাম স্লোগান। ইদানিং রাম নবমী উজ্জাপনের চল বেড়েছে পশ্চিমবঙ্গে। এই প্রবণতা আগে কখনও শুনিনি।’
বাঙালি নোবেলজয়ী অমর্ত্য সেন এদিন আরও বলেন, ‘আমার মনে হয় জয় শ্রী রাম স্লোগানকে ব্যবহার করা হচ্ছে গণপিটুনি দেওয়ার জন্য।’
কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করার সুযোগ কখনোই ছাড়েন না অমর্ত্য বাবু। এর জন্য তাকে অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছে, কিন্তু কোনদিনও চুপ বসে থাকেননি তিনি, যখনই মনে হয়েছে বিরোধিতা করেছেন, এবং মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন।