প্রয়াত অমর্ত্য সেন? বাবার মৃত্যুর খবর নিয়ে মুখ খুললেন নোবেলজয়ীর কন্যা

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার বিকেলে আচমকা সোশ্যাল মিডিয়ায় গুজব রটে অমর্ত্য সেন আর নেই। চলতি বছরের অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গল্ডিনের নামে একটি অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর জানিয়ে পোস্ট করা হয়। নোবেলজয়ী ক্লডিয়া গল্ডিন অর্থনীতির অধ্যাপক অমর্ত্য সেনের ছাত্রী ।

এরপরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কন্যা নন্দনা দেব সেন তাঁর বাবার মৃত্যুর খবর ভুয়ো বলে জানিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে নন্দনা দেব সেন লিখেছেন, “আপনাদের উদ্বিগ্ন হওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এটি ভুয়ো খবর। সম্পূর্ন সুস্থ আছেন আমার বাবা। কেমব্রিজে আমরা সবাই এক সপ্তাহ দারুন সময় কাটালাম। বাবা হার্ভার্ডে দুটি কোর্স পড়াচ্ছেন। বাবা সবসময়ের মতো ব্যস্ত আছেন কাজ নিয়ে।”

এক্স প্ল্যাটফর্মে অমর্ত্য সেনের ছবি পোস্ট করা হয় ক্লডিয়া গোলডিন (Claudia Goldin @profCGoldin) নামে একটি অ্যাকাউন্ট থেকে। ওই অ্যাকাউন্টে লেখা হয়, “একটি ভয়ংকর খবর। আমার প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন। আমি ভাষা হারিয়ে ফেলেছি।” স্বভাবতই তাঁর নামের এই টুইটে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রসঙ্গত, ক্লডিয়া অর্থনীতিতে নোবেল পেয়েছেন সোমবার।

আরোও পড়ুন ::মেঘ কাটবে নাকি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! রাতের আকাশ কেমন থাকবে? জানাল হাওয়া অফিস

কিন্তু তাঁর নাম ব্যবহার করে যে এক্স হ্যান্ডেল থেকে পোস্টটি করা হয়েছে সেটি ভুয়ো। এদিন বিকেলে অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়ো খবর একাধিক এক্স হ্যান্ডেলে পোস্ট হলেও খটকা জাগে, সরকারিভাবে তাঁর পরিবারের পক্ষ থেকে কিছু ঘোষণা না করায়। অমর্ত্য কন্যা নন্দনা ছাড়াও শান্তিনিকেতনের প্রতীচী ট্রাস্টের তরফ থেকেও এই মৃত্যুর খবর ভুয়ো বলে জানানো হয়।

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর