বাংলা হান্ট ডেস্কঃ একেই একের পর এক দুর্নীতি মামলায় ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকার, তার ওপর গতকাল তৃণমূল কংগ্রেস মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর অস্বস্তি আরো বহুগুনে বৃদ্ধি পেয়েছে। আর এর মাঝে এবার রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার গ্রহণ করার ব্যাপারে ‘অসম্মতি’ প্রকাশ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen), যা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। কোন কোন মহলের মতে, সম্প্রতি এসএসসি (SSC) দুর্নীতি বিতর্কের জন্যই এই সিদ্ধান্ত। তবে এখনো পর্যন্ত এ প্রসঙ্গে কোনো সঠিক কারণ জানা যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক বসু এবং দেবশঙ্কর হালদারদের মতো নামকরা ব্যক্তিত্বদের বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান করার ব্যাপারে ঘোষণা করে রাজ্য সরকার। তবে এরপরেই এদিন অমর্ত্য সেনের পরিবারের তরফে জানানো হয় যে, তিনি ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নেবেন না। যদিও এ প্রসঙ্গে পরিবারের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি।
সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশে রয়েছেন অমর্ত্য সেন। তবে এক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে পুরস্কার নেওয়ার সুযোগ থাকলেও এক্ষেত্রে কেন অসম্মতি প্রকাশ করলেন তিনি সে বিষয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা।
প্রসঙ্গত, গতকাল এসএসসি দুর্নীতি মামলার গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকাসহ বিপুল পরিমাণ সোনা গয়না এবং বিদেশি মুদ্রা পাওয়ার ঘটনায় তাঁকেও গ্রেফতার করে ইডি। ফলে এ সকল বিতর্ক মাঝেই অমর্ত্য সেনের এহেন সিদ্ধান্ত বলে দাবি করেছে একাধিক মহল। উল্লেখ্য, এদিন অমর্ত্য সেনের পাশাপাশি অভিজিৎ বিনায়ক এবং অন্যান্য একাধিক শিল্পীদের পুরস্কার বয়কট করার ডাক দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। চিঠি লিখে সিপিএম নেতা সকলকেই বঙ্গবিভূষণ বয়কট করার আবেদন জানান আর এর মাঝেই নোবেল জয়ী অর্থনীতিবিদের এই সিদ্ধান্ত গোটা বাংলা জুড়ে জল্পনার সৃষ্টি করেছে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!