বাংলা হান্ট ডেস্ক : আগের দিনই বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। এরই সঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) জানিয়ে দিলেন, সিএএ (CAA) লাগু করলে দেশে সংখ্যালঘুদের ভূমিকাকে ছোটো করা হবে। অন্যদিকে সংখ্যাগুরুদের সাহস যোগাবে এই পরিকল্পনা।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন পরিষ্কার বলেন, ‘আমি যেটুকু বুঝতে পারছি সিএএ লাগু করার পেছনে বিজেপি মূল লক্ষ্যটা হল সংখ্যালঘুদের ভূমিকাকে কমিয়ে ফেলা। সমাজে তাদের গুরুত্বহীন করে দেওয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এটা করাও হচ্ছে।এর সঙ্গেই হিন্দু সংখ্যাগুরুদের ভূমিকাকে বৃদ্ধি করা হচ্ছে। সেই সঙ্গেই সংখ্যালঘুদের ভূমিকাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
২০১৯ সালের ১১ ডিসেম্বর পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করা হয়। এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘুদেরও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।তবে এখনও এই আইন প্রয়োগ করা হয়নি বলে জানা যাচ্ছে।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন আরও জানান, ‘ভারতের মতো একটি দেশ যেটিকে ধর্মনিরপেক্ষ বলে ভাবা হয় সেখানে এটা খুব দুর্ভাগ্যজনক। কাউকে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করার ক্ষেত্রে অত্যন্ত একপেশে ভূমিকা নেওয়া হচ্ছে। আসলে এটা অত্যন্ত খারাপ মানসিকতায় করা হচ্ছে।’ বিজেপি সরকার কতটা সফল হতে পেরেছে সেই প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি না ওরা বিরাট কিছু উন্নয়ন করে ফেলেছে। আমি এটা মনে করি যে প্রতি ভারতীয়র একটি নির্দিষ্ট অধিকার থাকা দরকার। দেশবাসী হিসাবে এটা তার থাকা দরকার। মহাত্মা গান্ধী তো এটাই চেষ্টা করতেন।’