‘ভারত হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত’ বিজেপিকে নিশানা করে যা বললেন অমর্ত্য সেন! তোলপাড়

বাংলাহান্ট ডেস্ক : তৃতীয় বারের জন্য ফের দেশের ক্ষমতায় এসেছে বিজেপি (Bharatiya Janata Party)। একটানা তিনবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন নরেন্দ্র মোদি। এই আবহে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কটাক্ষ করলেন দেশের শাসক দলকে। নোবেল জয়ী এই বাঙালি অর্থনীতিবিদের মতে, ভারত যে হিন্দু রাষ্ট্র নয় তা প্রমাণিত লোকসভা নির্বাচনের রেজাল্টে।

অমর্ত্য সেন বলেছেন, ‘ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ, তখন রাজনৈতিক ভাবেও আমাদের খোলা মনের হতে হবে। আমি মনে করি না ভারতকে ‘হিন্দু রাষ্ট্রে’ পরিণত করার ধারণাটি যথাযথ ছিল… ভারত যে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে।’ বিজেপিকে কটাক্ষ করে অমর্ত্য সেন বলেছেন যে রাম মন্দির তৈরি করা সত্ত্বেও ফৈজাবাদে অযোধ্যা আসনে বিজেপি পরাজিত হয়েছে।

   

আরোও পড়ুন : ভারত-রুশ করিডোর তৈরি করল ইতিহাস! প্রথমবার ট্রেনে করে সাইবেরিয়া থেকে মুম্বাইতে আসছে কয়লা

নোবেলজয়ী এই অর্থনীতিবিদের আরো বক্তব্য,  ‘আমরা সব সময় আশা করি প্রতিটি নির্বাচনের পর পরিবর্তন আসবে। এর আগে (বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে) বিনা বিচারে মানুষকে কারাগারে ঢোকানো এবং ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ানোর মতো কিছু ঘটনা অব্যাহত রয়েছে। এর জন্যে কংগ্রেসও দায়ী। তারা এটার পরিবর্তন করেনি … কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রচলন আরও বেশি।’

AmartyaSen PTI 20012021 1200

তার কারণ দেশের আসল পরিচয় ঢেকে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। অমর্ত্য সেন বলছেন, ‘এত টাকা খরচ করে রাম মন্দির তৈরি হচ্ছে। ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে তুলে ধরা হচ্ছে। ভারত মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ। এখানে এমনটা হওয়া উচিত ছিল না। এতে করে ভারতের আসল পরিচয়কে উপেক্ষা করার একটি প্রচেষ্টা চলছে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর